বিজয়ের দাঁড় প্রান্ত ডিসেম্বর মাসে ৭ নং সেক্টরের সাব কমান্ডার দিনাজপুর থেকে রাজশাহীর দিকে আসছিলেন। তখন এক মধ্য বয়সী নারী, এক বস্ত্রে রাস্তার উপর বসে ছিলেন। মুক্তিযোদ্ধাদের দেখে সেই মধ্য বয়সী নারী, তাদের বললেন- “বাবারা কয়েকদিন ধরে অনেক মুক্তিযোদ্ধা এদিকে গিছে। কাল রাতে পাক বাহিনী রাস্তায় কি কি যেন পুঁতে গেছে।”
সাব কমান্ডার তার একথা শুনে দেখেন যে রাস্তায় মাইন বসানো আছে। এরপর মাইন সরিয়ে তারা রাজশাহী আসেন।সেই মধ্য বয়সী নারী সারা রাত্রি জেগে রাস্তা পাহাড়া দেন। এই দেশপ্রেমিক নারী নিজে জানেন না যে, তিনি এই দেশকে কি দিয়েছেন।
সাব কমান্ডার তাকে বললেন- “তোমাকে বীরশ্রেষ্ঠ পুরুষ্কার দেওয়া উচিত।”
কিন্তু সাব কমান্ডারের সেই দেশপ্রেমিক মধ্য বয়সী নারীর নাম জিজ্ঞাসা করা হয় নি।
সাব কমান্ডার পরে তার খোঁজ করছিলেন, কিন্তু তার খোঁজ মিলেনি।
এভাবে আমাদের দেশে অনেক নাম না জানা নারী রয়েছেন , যারা বিভিন্ন ভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধে অবদান রেখে গিয়েছেন। সেই সকল নারীর জন্য হৃদয়ের গভীর থেকে রইল স্যালুট।
(বিঃদ্রঃ এই কথাগুলি আমার বড় ভাই এর মুখে শুনা। যদি কোন ভুল থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ করছি।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




