নির্বচিত পোষ্টের তালিকায় প্রথম পাচ পৃষ্ঠায় ব্লগডে নিয়ে লেখা পোষ্ট দেখলাম ৩৫টির মত। আরো দু একটি পোষ্ট আছে সরসরি ব্লগ ডে নিয়ে না হলেও "ব্লগ" বা "সামু" নিয়ে ! এত এত ব্লগ ডে পোষ্টের মাঝে অন্য পোষ্ট পেতে কষ্ট হচ্ছে! বিশেষ করে নির্বাচিত পাতায়।
আবার নোটিশ বোর্ড পুরাটাই সামু বা ব্লগ ডে।
আরো পিছনে গেলাম সেখালে দেখলাম ব্লগারদের বিজয় র্যালি বিষয়ক পোষ্টের র্যালি । আমাদের স্বাধীনতা আর বিজয় নিয়ে পোষ্টগুলো অবশ্যই গুরুত্ব পাওয়া উচিত। কিন্তু শুধু " বিজয় দিবস " অথবা " স্বধীনতা" কিংবা " স্বধীনতা সংগ্রাম " থেকে যখন " সামুর বিজয় র্যালি " বেশী অথবা " খুব বেশী " গুরত্ব পায় তখন একটু অবাক লাগে কোনটা আসলে কাভারেজ পাচ্ছে, স্বাধীনতা বা বিজয় না সামু আর ব্লগ!
আর সামুর নিজস্ব কর্মকান্ড অথবা কতৃপক্ষের ব্যাক্তিগত একটিভিটি বা পারিবারিক উপস্হিতি অনেকটাই আত্ম বন্দনা টাইপের মনে হচ্ছে!
তাই প্রশ্ন জাগে " সাহেব - বিবি - গোলাম" বাক্স হতে চলেছ?
পোষ্টে কোন গালাগালি বা ঘৃণা বিস্তার নয় যৌক্তিক সমালোচনা চাই।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





