মাননীয় মন্ত্রী মহোদয়ের এরূপ অপমান দেশ ও জাতির অপমান । তার উপর তিনি প্রবল পরাক্রমশালী । কিছু দিন আগেই তো টিভির একটি লাইভ প্রোগ্রামে তিনি যথেষ্ট বীরত্ব দেখি্যেছেন, অসীম সাহষিকতার সাথে তিনি একজন প্রাক্তন ( বাতিল) মন্ত্রীকে কি ধোলাইটা না দিলেন । হারামজাদা - চোখ খুলে ফেলব এসব সাহষী কথা তো সবাই দেখেছে!
মন্ত্রী মহোদয় যে কথাগুলো টিভিতে বলেছেন, সেটা হয়ত আমরা অনেকেই বিভিন্ণ সময় বলে থাকি, তবে মনে মেন, লোক লজ্জা, সমালোচনা, ভাবমুর্তি এসব বিষয় ভয় পেয়ে আমরা অনেক মনের কথাই বলতে পারি না। কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু এসব কিছুরই পরোয়া না করে সাহষী উচ্চারণ করেছেন : হারামজাদা, চোখ খুলে ফেলব ! ঠিক যেভাবে আমরা রাস্তায় / টর্মিনালে দুই গ্রুপ শ্রমিক মারামারির সময় দেখি!
আমাদের শ্রমিক শ্রেণী আসলেই সাহষী, মন্ত্রী মহোদয়-ও তেমনি ।
আমরা ও নাকে জুতা (ঢিল) মারার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।
জয় বাংলা । বাংলাদেশ দীর্ঘজীবি হোক ।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



