এক কাপ চা আর তুমি
দুটোই যেন অবিচ্ছেদ্য চাওয়া
ঠিক যেন জীবনের সাথে নিঃশ্বাস।
সোনালি সকালে চোখ খুললেই
যা একান্তক্ষণকে নিবিড় আলিঙ্গনে
হারিয়ে নিয়ে যায়,সে তুমি,
আর তোমাকে নিবিড় হতে নিবিড় করে আমাতে জড়ায়,
সে হল ধোঁয়া তোলা এক কাপ চা.........।
তোমার চোখে চোখ রাখলে
নিজেকে যেমন বিশ্লেষণ করা যায়,
চায়ে চুমুক রাখতেই
বিশ্লেষিত হয়ে যাই আরো শতবার।
কখনও তুমি বাদে চা
আর চা বাদে তুমি
ভাবতেই যেনো পারিনা আমি!
আচ্ছা চায়ের পেয়ালা ভাংলে তো আবার
পেয়ালা হবে,ধোঁয়া তোলা চা হবে
কিন্তু তুমি যদি কখনও কোন অভিমানে
এই আমাকে ফেলে কোথাও হারাও
তাহলে তো আর প্রানের দামে
তোমায় পাবো না! তুমি না থাকলে
সূ্য্য উঠে সোনালি সকাল ডাকবেনা।
ধোঁয়া তোলা চায়ের পেয়ালা হবে না,
হবে না আর নিজেকে বিশ্লেষণ করা
খানিকটা স্বস্তির জন্যও হবেনা
আর কোথাও হারিয়ে যাওয়া!
তাই তোমাকে ছাড়া কিচ্ছু চাই না,
পৃ্থিবী না,জীবন না
ফুল না ,কোন সাগর না
কিচ্ছু না,
কিচ্ছু না
ধোঁয়া তোলা এক কাপ চা-ও না!
তুমি আর চা
চা আর তুমি
দুটোই আমার অবিচ্ছেদ্য চাওয়া......।
-----------------সংগৃহীত
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



