এখনও ভোর হয়নি।আলো ফোটেনি।শেষ রাতের আকাশে এখনও চাঁদ জেগে আছে।যেন অপলক চোখে চেয়ে আছে পৃথিবীর পানে
হু হু করে বাতাস বইছে,স্নিগ্ধ ভেজা বাতাস,এক অদ্ভুত ভাল লাগায় আচ্ছন্ন হয়ে গেলাম
দূর পূর্ব আকাশে সূর্যের রক্তিম আভা ফুটে উঠছে।সূর্য স্নাত হচ্ছে পৃথিবী।পাখিদের কিচির মিচির শব্দে চারিদিক সরব হয়ে উঠছে।জেগে উঠছে জনপদ।কী গভীর কোলাহলময় জনপদ।শুধু আমি বসে আছি পথ চেয়ে।একটু পরই ভেসে এল মেঘের ময়ূরপঙ্খী।
(চলবে)
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





