![]()
ইদানিং প্রেমে পড়া হয়েছে,
আহ প্রেম , উহ প্রেম , ওহ প্রেম । একেই বলে বুঝি প্রেম ? উফ! সেই নজড় কাড়া চাহনী , কাজল মাখা চোখ , কোন ভাবেই ভুলতে পারতাছি না । চরম জ্বালায় আছি । একদিকে কারেন্ট নাই চরম গরমে অবস্থা খারাপ আবার প্রেম গরমে মন ডা অলটাইম আগুনের লাহান জ্বলবার লাগছে । বাচাওওওও
নাহ বহুত হইছে , প্রেম করুম করুম কইরাও করা হইতাছে না । এইবার করন লাগবই , এই সুন্দরী,রুপসী,মায়াবীনি,অপরুপা,নয়নভোলানি,মন পোড়ানী যেমনে আমারে পুড়াইতেছে আমি আর পারতাছি না । এই যুগে মোবাইল নাম্বার পাওয়া কোনই ব্যাপার না এইটা চাঁদ তারার মতন সত্য কথা এইডা আমি অখন বুইঝা গেছি , সুতরাং অখন পকেটে বাপের টাকা নষ্ট করার টাইম আইয়া পড়ছে।
সন্ধ্যায় কারেন্ট নাই । আম্মার লগে বাতচিত করতাছি, কথায় কথায় কইয়া দিলাম আইচ্চা আম্মা প্রেম করলে কেমুন হয়? আম্মার এক কথা প্রেম কর আর যাই কর আমি পুরান ঢাকার মাইয়ার লগে তুমার বিয়া দিমু
কিছুক্ষন পর বিশ্বস্ত সূত্রে জানা হইলো আমার সেই নয়নপোড়ানী বাড়ী পুরান ঢাকাতে । আমারে আর পায় কে ? ইয়াহু ।
এত টাকা কই পামু? কেউ কি আমারে আজীবনের লাইগ্যা ধার কর্জ দিবেন ?
আমি এখন ফাগুনের আগুনে পুড়তাছি
এল আর বি এর গান , তোমার জীবনে যখন আসবে ফাগুন
অখন এই গানডাই শুনে টাইম পাস করি
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১২ রাত ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




