তেল মারতে শিখুন ।
ফিডব্যকে তেল দিয়ে চিঠি লিখুন ।
যেমন আমি দিলাম....
প্রিয় সুহৃদ,
আমার শত কোটি সালাম জানিবেন ।
আমি সামুতে নতুন আসিয়াছি, রেজি: এর সময় ভুলবশত নিক এর স্থানে নিজের পূর্ণ নাম (*.*.*.*.*) লিখিয়া দিয়াছি । আমার পছন্দের নিক রিডার ওয়ান । আমি নতুন বিধায় এই ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহবান রইল এবং অনতিবিলম্বে আমার নিক রিডার ওয়ান করিয়া দেওয়ার অনুরোধ করিতেছি ।
ইতি,
আপনার গুনমুগ্ধ
http://www.somewhereinblog.net/blog/reader1
বি দ্র : আপনার মন গলাইতে পারিলাম কিনা জানি না । প্রসংগত, আমি আজ অবধি প্রথম পাতায় লিখিবার সুযোগ পাইলাম না । বরই আফসোস । প্রথম পাতার সুযোগ ছাড়া পোস্টাইতে মন চায় না । আমাকে মন্তব্য করার সুযোগ হইতেও বন্চিত রাখা হইয়াছে । অন্তত মন্তব্য করার সুযোগ দিন । লগ ইন করিয়া নতুবা লাভ কি ?
খবরদার এটা কপি করবেন না ।
নিজে লিখুন ।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১০ দুপুর ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




