নামক এই সিরিজ।এর সকল ঘটনা ৮৮% সত্য এবং গ্যারান্টেড।
যদি দূর্ভাগ্যবশত কারও ব্যাক্তিগত জীবনের সাথে মিল পাওয়া যায় অথবা মিলে যায় তাহলে দয়াকরে আমার প্রতি short code এ MC, BC ,SMC বা কামিনা,আবুইল্যা,বোকচোদ,মুড়ি খা ইত্যাদি word use করবেন না। ]
বেশ কিছু বছর আগের ঘটনা।আমি তখন এস এস সি পরীক্ষার্থী।টেষ্ট পরীক্ষার পরে স্কুলে বিশেষ কোচিং ক্লাস চলছিলো।সবাই আমরা তখন দুই বছরের পড়ালেখা ঝালাই করায় ব্যাস্ত।যেভাবেই হোক প্লাস আনতে হবে। প্রায় সময়ই বন্ধুদের বাসায় হামলা করে তাদের সংগ্রীহীত সাজেশন্স উদ্ধার করায় ব্যাস্ত সময় কাটাচ্ছিলাম।ঢাকার সব নামিদামী স্কুলের সব নামিদামী শিক্ষকগনের সাজেশন্স তখন আমার হাতে। সাজেশন্স সংগ্রাহক হিসাবে আমার বিশেষ খ্যাতি।মাঝে মাঝে মেয়েরা আমকে ডেকে বিভিন্ন ভংঙ্গিমা করে আবদার করে বসতো।
যাইহোক, মূল ঘটনাটা আমার এক বন্ধুকে নিয়ে।আমার সেই বিশিষ্ঠ বন্ধুর নাম ছিলো মামুন।ওর নামটা আমার কাছে একটু আজিব লাগতো।নামের প্রথম অক্ষরটা বাদ দিলে হয় "মুন"যা মেয়েদের নাম,আর শেষের অক্ষরটা বাদ দিলে হয় "মামু" যার অনেক রকমের অর্থ রয়েছে।
বরাবরের মত প্রতিটি স্কুলের প্রতিটি ক্লাসেই দুই একটা ইয়া মোটা হাতি টাইপের মেয়ে থাকে।
সুনামীর অত্যাচার চরমে উঠলে এই বিষয় নিয়ে নানান মতবাদের আর তর্ক বিতর্ক শুরু হয়।একপর্যায়ে সুনামী নির্মুল কমিটিও গঠন করা হয়।কিন্তু সুনামীর বিরুদ্ধে কথা বলার মত বীরপুরুষ স্কুলে একটিও ছিলোনা বিধায় সেই কমিটি মাঠেই মারা যায়।
যাইহোক,মূল ঘটনায় ফিরে যাই।টেষ্ট পরীক্ষার পরে তখন আমাদের স্কুলে বিশেষ কোচিং ক্লাশ উপলক্ষে দিবা ও প্রভাতী শাখা একসাথে করা হয়েছে।এতে করে স্কুলের একশ্রেনীর ছাত্রসমাজ ভীষনই খুশি হয়েছিলো।
কোচিং চলাকালীন মাঝামঝি সময়ের একটি মেঘলা দিন ছিলো সেদিন।সকাল আট টায় আমাদের ক্লাস শুরু হয়।দশটার দিকে দুই ক্লাশ পরে টিফিন ব্রেক দিলে আমরা সবাই ক্লাশ থেকে বেরিয়ে যাই।মেয়েরা উত্তর দিকের দালানের সামনে আর ছেলেরা দক্ষিন দিকের দালানের সামনে আড্ডা দিচ্ছিলাম।হঠাৎ করেই দেখা গেলো আমাদের দিকে প্রচন্ড বেগে সুনামী ধেয়ে আসছে।
সুনামী আমাদের আড্ডার মাঝে এসেই আমার সেই জনৈক বন্ধু মামুনের সামনে দারালো।আমরাতো ভয়ে অস্থির,কি না কি করে।পিছন থেকে আমার এক বন্ধু আওয়াজ দিলো,"মামুইন্না আজ কেল্লা ফতে।"
সেদিন ভয়ে,লজ্জায় আমাদের সেই বন্ধুটি পালিয়ে গেলো।
আমরা যখন এইচ এস সি পরীক্ষা দেবো তখন জানতে পারলাম প্রবাসী এক ছেলের সাথে সুনামীর বিয়ে হয়ে গেছে।তারও পরে সুনামীর এক বান্ধবীর বদৌলতে জানতে পেরেছিলাম সেদিনের সেই ঘটনা ছিলো নিছকই দুষ্টামির।সুনামী তার বান্ধবীদের সাথে বাজী ধরে এমনটা করেছিলো।
আমি আর আমার বন্ধুরা ১ (রম্য)
আমি আর আমার বন্ধুরা ২ (রম্য)
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



