একটা গম্ভীর মুখোশ এটেছিলাম সেদিন
পাড়ার লোকে ভয়ে কাবু
সোজা চোখে রাস্তা পেরিয়ে চলে যাই
আজ অফিসে এসে ছুড়ে ফেলে দেই মুখোশটা
সঙ-এর মুখোশ আটি -- জ্বি ভাই , হ্যাঁ স্যার
আর বলবেন না দাদা
লাঞ্চে খাই কুড়মুড়ে বেগুন ভাজি
পেপার হাতে চিন্তাশীল দেশপ্রেমীর মুখোশ এটে
বাসায় ফিরি ক্লান্ত টেকো বুদ্ধিজীবির মুখোশ পরে
শ্রান্ত রাস্তার ধুলা উদাসীন চোখে
রাগে কিড় মিড় করে রাত্রে বেলা
সজ্জন পরিবারকর্তার মুখোশটা আটি ..
আর ভালো লাগে না
ধ্বজাধারী মুখোশ গুলো সব পুরিয়ে দিতে চাই
তেলতেলে আগুনে
বিশেষ করে ঐ ভন্ডামীর মুখোশ টা ..
ওটা দেখেলেই আমার দাত গুলো বের হয়ে আসে
কামড়ে দিতে ইচ্ছা করে
আমি আজ অন্য কেউ হতে চাই
উৎসর্গ : কয়েকদিন আগে এই রকম একটা পোষ্ট দেখেছিলাম
; ব্লগারের নাম খেয়াল নেই ; এটা অবশ্য অনেক আগেই লেখা ; ভাবনা মিলে যাওয়া নামহীন ব্লগারের উদ্দেশ্যে
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০০৯ সকাল ৭:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



