১. ফাটল চাকা, ফুটল গুলি............
প্রতক্ষ্যদর্শীরা জানান, মিরপুর ১০ নম্বরে হঠাৎ করে বিকট শব্দে আঁতকে ওঠে পথচারীসহ আশপাশের ব্যবসায়ীরা। বোমা বিস্ফোরণ ঘটেছে এমন আতঙ্কে পথচারীরা দ্বিগবিদিক দৌড়াতে শুরু করেন। এসময় শব্দ পেয়ে পুলিশও এগিয়ে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়।
এতে আরো বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খোঁজ নিয়ে জানা গেল সিএনজি চালিত অটোরিকশার চাকা বিস্ফোরণে এ শব্দ হয়েছে।
পুলিশ জানায় পথচারীদের ছুটোছুটি করতে দেখে পুলিশ ভেবেছে দূর্বৃত্তরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত পুলিশ সদস্য ফাঁকা গুলি চালিয়েছিলো।
Click This Link
২. খিলক্ষেত থানার ওসি ‘নিখোঁজ’
ঢাকা মহনগরীর খিলক্ষেত থানার ওসিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শনিবার অসুস্থতার কথা বলে থানা থেকে বের হওয়ার পর আর কোনো হদিস পাওয়া যায়নি তার।
নাম প্রকাশ না করার শর্তে ওই থানারই একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শামীম হোসেনকে তারা খুঁজে পাচ্ছেন না। তার সরকারি মোবাইল থানায় রেখে গেছেন। ব্যক্তিগত মোবাইলও বন্ধ।
বাসায় একাধিকবার লোক পাঠিয়েও কাউকে পাওয়া যায়নি। দরজায় ঝুলছে তালা।
ওই কর্মকর্তা বলেন, “আমরা নিশ্চিত হয়েছি সংশ্লিষ্ট কাউকে না জানিয়ে শামীম হোসেন তার পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন।”
গত ২০১০ সালের ১৯ অগাস্ট খিলক্ষেত থানার ওসি হিসাবে যোগ দেন শামীম হোসেন।
Click This Link
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





