পাকিস্তানের বেলুচিস্থানের খ্যাতনামা কবি ও সাংবাদিক মীর গুল খান নাসির (১৯১৪-১৯৮৩) একজন প্রগতিশীল রাজনীতিক হিসেবে পরিচিত। বেলুচিস্থানের স্বাধিকার আন্দোলনের কারণে হায়দারাবাদ জেলখানায় থাকা অবস্থায় তিনি বঙ্গবন্ধুর হত্যাকান্ডের খবর পেয়ে 'ভোর কোথায়? শিরোনামে এক কবিতা লিখেছিলেন ১৯৭৫ সালের ২৯ অগাস্ট।বঙ্গবন্ধু নিহত হবার পর তাঁকে নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রচিত সম্ভবত এটিই প্রথম কবিতা ।বেলুচ ভাষার এই কবিতার ইংরেজি অনুবাদ ইন্টারনেট এ পেয়ে কবিতাটির বাংলা ভাষান্তর অক্ষম হাতে তুলে ধরছি।
'ভোর কোথায়'?
ক্রন্দন, চিত্কার আর শশব্যস্ত আহবানের মাঝে এক বর্নান্ধ জনতা করছে উল্লাস।
ওরা বলে, 'এখন ভোর', কিন্তু জীবনপানে আমি তাকিয়ে দেখি, দুলছে ঘোর অমানিশা।
বিদ্যুত চমকানো আর বজ্রপাতে যেন মনে হয় দুরে কোথাও বৃষ্টি হচ্ছে,
কিন্তু বাতাসে বৃষ্টির গন্ধ মেলে না, বরং রক্তের প্রবাহ বেড়েই চলছে।
হে নির্বুদ্ধুর দল, কোথায় সেই উজ্জল প্রভাত?
নির্মম কালো অন্ধকার রয়েছে এখনো, হচ্ছে শক্তিশালী।
এজিদমার্কা সাম্রাজ্যবাদীরা এখনো চূর্ণ-বিচূর্ণ করে চলছে সাহসী দেশপ্রেমিকের হাড়,
ঘন-অধ্যুষিত সুন্দর বাংলাদেশে আবারো উঠেছে জেগে এক রক্তের ঝড়।
সাম্রাজ্যবাদের দালালেরা আবারো জ্বালিয়ে দিচ্ছে গ্রাম-নগর,
বিখ্যাত দেশ প্রেমিক মুজিব নিজ রক্তের সাগরে শায়িত আছেন।
অভিশপ্ত সাম্রাজ্যবাদের সেবাদাসেরা তাঁকে রক্তের জামা পড়িয়ে দিয়েছে এবং সাজিয়েছে বুলেট দিয়ে (যা আসলে পদক)।
হে সাহসী কমরেডবৃন্দ, এজিদের বৈশিষ্ট থেকে সতর্ক হও,
তোমাদের ঐক্য আর ভালো অবস্থা তাদের জন্য ক্ষতিকর।
তাদের মুখ তাদেরই, তবে তাদের জিহবা আসলে সাম্রাজ্যবাদীদের।
এই সেবাদাসেরা আসলে ব্যর্থ এবং তাদের পকেট পয়সা দিয়ে ভরলেও
তারা সাম্রাজ্যবাদীদের সাহায্যের আশায় রত,
সাহসী দেশপ্রেমিকদের নিশ্চিহ করতে ওদের দেয়া হয়েছে অজস্র অস্ত্র আর শক্তি,
এই কাপুরুষদের কোনো দয়া-মায়া নেই, এদের কারণেই বিশ্বে এখন ঘোর অন্ধকার।
মুক্তির শিখা কোথাও জ্বলে উঠলেই এরা তা নিভিয়ে দেয় দ্রত।
বাংলার বন্ধু মুজিব সপরিবারে ওদের ফায়ারিং স্কোয়াডের সম্মুখে,
আবারো, মুক্তির পতাকা অর্ধনমিত হয়ে উড়ছে ।
সাম্রাজ্যবাদীরা আবারো ফিরে গেছে তাদের সেই পুরনো খেলায় আর কৌশলে ।
আবারো দ্বন্দের নিরসন হচ্ছে বন্দুকের নল দিয়ে,
আবারো স্বর্ণভূমি (সোনার ধরিত্রী ) আগুনে নিপতিত।
হে সাহসী বন্ধুরা, এভাবেই সময়ের দাবির মুখোমুখি আমরা
একইভাবে আমার মাতৃভূমি বেলুচিস্থান জ্বলছে।
ভিত-সন্ত্রস্ত হয়োনা সাহসী যোদ্ধারা, এখনি থেমে যেও না,
পথ বন্ধুর আর অনেক কষ্ট এখনো রয়েছে বাকি।
মুজিবের রক্ত বৃথা যাবে না কখনো, দেশপ্রেমিকদের দৃঢ়চেতার জন্য এ এক কঠিন পরীক্ষা।
ভয়াল এই রাত্রির অবসান হবেই, যদিও এখন কালো নিকষ অন্ধকার, কুয়াছাছন্ন।
হৃদয় দিয়ে নাসির দেখতে পায়, বিজয়ের পতাকা উড়ছে পত পত করে ।
বেলুচ ভাষায় এই কবিতার আবৃত্তি ও ইংরেজি অনুবাদ দেখুন এখানে http://www.youtube.com/watch?v=jKskDKVYSqE

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





