আমার ল্যাংটা কালের দোস্ত তার কামাই রোজগারের দোকানকে একটু ডিজিটালাইজড করতে চাচ্ছে ।
সেই ধান্দায় সে একটা ওয়েব সাইট খুলতে চাচ্ছিল, পরে পরিবর্তন করে সে ফ্রি ফেইসবুক পছন্দ করল । ধীরে ধীরে প্রত্যেক সেবা বা প্রত্যেক প্রডাক্ট চাহিদা মোতাবেক তাৎক্ষনিক আপডেট দেওয়া হবে ও বিক্রী হয়ে গেলে তাও জানানো হবে !
তাই দোকানে গিয়ে ২ ৩ টা ক্যামেরা নিয়ে শুটাশুট করতে লাগলাম । আশে পাশের মানুষ জন জমায়েত হল , ব্যাপারটা হল টিভি নিউজ রিপোর্টার ধরনের কিছু ।
যাই হোক সাথে সাথে ছোট ভাই ভাব ধরল সিকিউরিটির , যে কিছুই হয় নাই কুল ডাউন .. দেশী গাই
আমরা এমনিতে ছবি তুলছি বলে হটানো হল সবাইকে ।
পরে ভিডিও করলাম হালকা আর ছবি শ্যুট করলাম ।
ইন্টারনেটে আপলোডের অবস্থা তথৈ বচ । স্পিড কম ।
দোস্তের ভাই ২০ বছর এর উপর ধরে মোবাইল তথা ইলেকট্রনিক্স লাইনের সাথে জড়িত । তারা আরও ভাল অবস্থানে থাকত কিন্তু জীবনের অনেক.... নাই বা বললাম । আমার দোস্ত তার পরিবারের ছোট ছেলে । সে শেষ হাল ধরল ।
ইনশাল্লাহ সে কামিয়াব হবেই ।
আগে ১ টা দোকান ছিল আর তার সাফল্যে ২ টা দোকান !
আরও ১ জন কর্মচারীও নিয়োগ দিয়েছে ।
যদিও আমাদের মধ্যে দোস্তশীপ এ চির ধরেছে অনেক । কিন্তু এখন দোস্তী আছে ও টিকে থাকবে ।
যাই হোক মূল কথায় যাই ।
আপনাদের সবাইকে স্বাগতম, নতুন পুরাতন আইফুন ড্রয়িড মোবাইল রিপেয়ার করা । বিক্রী করা হয় । প্রয়োজনে প্রি অর্ডার এ ফোন এ বিক্রী করা হয় ।
কাভার , হেড ফোন সহ সকল প্রকার সহকারী বস্তু বিক্রী করা হয় ।
সিম্ফোনী ও চাইনিজ মডেল এর প্রয়োজনীয় রিপেয়ার সার্ভিস সব কিছু আছে ।
আমার কথা বলিয়েন প্রাইজ একটু কম রাখবে, কতটুকু রাখবে জানি না । সে আমার থেকেই পারফেক্ট দাম রাখে !
তার যুক্তি ফেলনা নয় , সে তার পারিশ্রমিক রাখবে অল্প বা সঠিক অথবা বিনিময় কিছু দিয়ে একটা করবে, মানে সে তার দিক দিয়ে রাইট !
তার থেকে বেস্ট সার্ভিস পাবেন ।
আমার রেফারেন্স দিয়ে গেলে ৯৯.৯% সার্ভিস আউটপুট পেতে বাধ্য আপনি ।
যেহেতু আমার রেফারেন্স দিবেন সুতরাং তাতে আমার মান সম্মান ও জড়িত ।
এটা আপনাদের ভালর জন্য বললাম ।
কারন আমি নিজে তার কাছে সার্ভিস নিতে কুন্ঠাবোধ করি, যদিও সে করে না দিতে !
তো একবার আমি পাড়ার এক দোকান থেকে আমার নোকিয়া একটি সেট পানির কি প্যাড সমস্যা নিয়ে যাই পড়ে লোকটি ঠিক করে দেয় কিন্তু আমার মিউজিক ভলিউম এর ১ টি বাট নষ্ট করে দেয় ! কারন আগে এটি ঠিক ছিল !!!!
আমি গিয়ে কিছু বলি নাই পরে । এখনও এটি নষ্ট । ঘটনাটা ২ মাস আগের ।
তাই ৯৯.৯% ঠিক করার সার্ভিস সহজে পাওয়া যাবে না ।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::
নোকিয়া, এন্ড্রয়িড ফুন ও পেড ,সিম্ফোনি,আইফোন নির্দিষ্ট প্রায় সব সেবা তথা সার্ভিস, রিপেয়ার, কাভার, হেডফোন ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায়, জানতে নিচের নাম্বার ফোন করুন । যদি কোন ব্যাপারে সেবা দিতে অপরাগ হয় তাহলে তার বিশ্বস্ত সহকারী দোকানীদের জানিয়ে দিবে যেখানে আপনি সঠিক সেবা পেতে পারে, শুধু কল করে জেনে নিন
:::::::::::::::::::::::::::::::::::::::::::::
------------------
আর এক মজার কথা আমরা প্রায় এক সাথেই ঈদের আগে টাক্কু হয়েছি ।
-------------------------------------------
এখন মনে মনে ভাবতেছেন এই ব্লগার জীবনেও পেইড কারবার করে নাই তয় আজকা কেন ধান্দাবাজী !
না আমি এই জন্য পয়সা দোস্তের থেকে নেই নাই, না তার থেকে দুইটা সুন্দর সুনাম টুনাম শুনব ।
আমার জায়গায় দোস্ত নিশ্চয় টাকা দাবী করত ছবি তুলা, আপলোড করা ভিডিও এডিট , ছবি এডিট , ব্লগে জন অবগতির জন্য । টাকা যদি নাও চায় তবুও সে কানের কাছে বাজিয়ে সারাজীবন বলত আমি তোর জন্য এইটা করছি , সেইটা করছি, মানে বাধ্যতামূলক কৃতজ্ঞতা স্বীকারের ব্যবস্থা করত আর কি !
সে ভাল ব্যবসায়ী ।
তবুও তার থেকে কিছু আশা করি না ।
তার বড় ৩ ভাই যারা এই পেশায় আগে থেকেই মানে তার ল্যাংটা কাল থেকেই ছিল তারা অগ্রগতি করতে পারে নাই । আমার দোস্ত সিটিসেল,ওলোতে জব করে এসেছে । একটু সে আপডেটেড মডেল আরকি
ও নিজে থেকে তার বোনের বিয়ের ব্যবস্থা করেছে । আজকাল যুগে বিয়ে কতটুকু ঝক্কি ব্যাপার তা কল্পনাতীত । তাও যদি কন্যা পক্ষ হয় তাহলে !
তাকে বিয়ের ব্যাপারে হেল্প করতে পারতাম কিন্তু করি নাই ব্যাপারটা আগ বাড়িয়ে যাওয়া বেঠিক । যদিও তার বোনের বিয়ের উপলক্ষ্যেই দেশে আশা আমার । না হলে এই সময় আসতাম না ।
সে তার ব্যবসাতে শরীক হতে বলে তবে আমি তা নিয়ে শিওর নই । এখন ইতমধ্যে ২ টি ব্যবসাতে অতোপ্রত ভাবে জড়িতে আরও ১ টা নিয়ে গবেষনা করছি আর এখন যদি তার সাথে যোগ দেই , খুবই চাপ যাবে । তার উপর আবার পড়ালেখা শুরু করেছি । গরীবের ঘোড়া রোগ আর কি
আর বন্ধুদের মধ্যে লেনদেন হওয়া ঠিক না, সম্পর্ক ভাল থাকে না ।
তবুও এটা বন্ধু চেনার প্রথম পদ্ধতি ।
আমি জানি আমার দোস্ত ভাল ব্যবসায়ী, একজন ভাল ভাই, ভাল প্রেমিক হাহাহাহ কিন্তু ভাল বন্ধু মনে হয় নয় ।
তবুও ল্যাংটা কাল থেকে বড় হতে হতে ১০ বছর মাঝে বড়দের জীবনে আশার সময় তার থেকে অনেক দুরে ছিলাম সে দূরে চলে যায় বাড়ি পরিবর্তন করে আর আমি দূরে চলে আরও দূরে দেশ পেড়িয়ে । তার মাঝখানে ২ জনের মনের অনেক পরিবর্তন হয়েছে ।
সে একমাত্র ল্যাংটা কালের দোস্ত কিন্তু ক্লোজফ্রেন্ড হতে পারি নাই আমরা, এটা আমাদের আফসোস । সেও বুঝে আমিও বুঝি ।
-----------------------------------------------------
-----------------------------------------------------
আর কি ধরনের আপডেট বা তথ্য সন্নিবেশিত বা সমৃদ্ধ করতে পাই ফেইসবুক সাইট এ যাতে ক্রেতাকে আকৃষ্ট করা সম্ভব ?
কি ধরনের বা মার্ক বা মডেল জনপ্রিয় বাংলাদেশের আম জনতার কাছে ?
কি কি সার্ভিস যোগ করার যেতে পারে ?
আমি চাইলে বাহির থেকে মোবাইল বা এই সংক্রান্ত প্রডাক্ট আনাতেও পারি , কিন্তু বুঝতে পারছি না কোন ধরনের প্রডাক্টের চাহিদা প্রচুর । যেহেতু ছোট দোকান তাই চলমান প্রডাক্টই আনা উচিত হবে । আর গেজেট এন্ড গিয়ার সহ আরও অনেক প্রতিষ্ঠান এই কাজ করে যাচ্ছে , তাই ব্যতিক্র্রম কিছু দরকার যা পাবলিক মিস করছে, যে সেবাটা কেউই দেয় নি বা দিতে ব্যর্থ হচ্ছে ।
কি কি টার্গেট হতে পারে যে ২ টি দোকান থেকে ছোট খাট প্রতিষ্ঠান এ রূপ দেবার জন্য ?
তার ইচ্ছা অভিলাষ অনেক, সে শ্রমও দিতে পারবে অনেক ।
আরও মতামত দিলে উপকার হয় ।
---------------------------------
বাবু ভাই 01919 419999 (দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত ব্যবসায়িক কাজে চালু থেকে তবে বাকি সময়ও চালু থাকে । ভাল হয় আগে থেকে এস এম এস করে দেওয়া সে নিজেই ফোন দিবে বা সময় জানিয়ে দিবে )
Landview supar market,shope # 32(1st floor), Gulshan-2, 1212 Dhaka
Mo - So: 09:00 - 08:30
http://www.facebook.com/aktermobile akter mobile technology

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




