somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রিমন০০৭
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন , মনে রেখো যদি কোন মুসলমান কোন অমুসলিম নাগরিকের উপর নিপীড়ন চালায় ,তাদের অধিকার খর্ব করে ,তার কোন বস্তু জোরপূর্বক ছিনিয়ে নেয় তাহলে কেয়ামতের দিন আমি আল্লাহর আদালতে তার বিরূদ্ধে অমুসলিম নাগরিকদের পক্ষ অবলম্বন করব । (আবু

রুশান আর রুশানের মায়ের মুখে হাসি ফিরিয়ে দিতে চাই, আপনারা কি আমার সাথে আছেন?

১৪ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগেও ১টা পোস্ট দিয়েছিলাম। এবার আবার দিলাম। রুশান আমার কেউ না। কিন্তু আমার মনের কোথায় যেন রুশানের জন্য কান্না আসে। আমি আমার বাচ্চাটার দিকে তাকিয়ে থাকলে রুশানের কথা মনে পড়ে। বাচ্চাটা কত কষ্ট পাচ্ছে। আমার বাচ্চাতো চোখ মেললেই তার বাবাকে দেখে হাসিমুখে তার পাশে। কিন্তু রুশানের বাবা থেকেউ নেই। নেশাখোর বাবা রুশানদের খোঁজ নেয়না। রুশানের মা কি তার বরিশাল সদরে ডেলভিউ ডায়াগনস্টিক এর ছোট চাকুরির টাকা দিয়ে রুশানকে বাচাঁনোর চিন্তা করছেন প্রতিটাক্ষণ? তিনি কি পারবেন আপনাদের সাহায্য ছাড়া নিজের সন্তানকে বাঁচাতে? কতটা অসহায় হলে পিতা/মাতা বাচ্চার জন্য মানুষের কাছে হাত পাতে সেটা সেই মানুষটায় বুঝে। আমরাতো কত টাকা আনন্দ-ফুর্তিতে উড়িয়ে দেই। আসেন না, সামনের শুক্রবারে চাইনীজ খাওয়াটা বন্ধ করে সেই টাকাটা রুশানকে পাঠিয়ে দিই। এই মাসে নিজের জন্য কিছু কিনতে চেয়েছেন, সামনের মাসে কিনুন না, টাকাটা রুশানের যে খুব প্রয়োজন।

ব্লগার ঘুড্ডির পাইলট রুশানদের খোঁজ নিয়েছেন। তার নতুন পোস্টে লেখা হয়েছে-

আমি খোঁজ নিয়ে জানলাম রুশান এর বাবা রুশান এর দায়িত্ব নেয় নাই এবং সেই ব্যাক্তি আসলে রুশান ও তার মায়ের সাথে কোন সম্পর্ক রাখে নাই ।সে হিসাবে রুশান এখন একটি অসহায় শিশু , বর্তমানে রুশানের মা বরিশাল সদরে ডেলভিউ ডায়াগনস্টিক এ একটা ছোট চাকরি করেন। তার উপার্জন দিয়ে হয়তো রুশানকে তিনবেলা ভাত মুখে তুলে দিতে পারেন, কিন্তু এই অসহায় মায়ের ক্ষুদ্র এই উপার্জন রুশানের এই বিপজ্জনক অসুখের চিকিৎসার কাছে খুবই দুর্বল। রুশান বর্তমানে তার মা সহ নানা বাড়ি থাকে।

কেউ চাইলে নিচের ঠিকানায় গিয়ে তদন্ত করতে পারেন, "হাসিম কুটির" (রুশানের নানা বাড়ি) বরিশাল বি এম ইউনিভার্সিটির বা কলেজ এর প্রথম গেটের পাশে, তুহিনদের বাসা বললে চিনায়া দিবে, বাসার নম্বর বলতে পারেন নাই রুশানের নানি, সে একজন বয়স্ক মানুষ, যে লোকেশন দেয়া আছে তাতে তার বাসায় যাওয়া যাবে, আরও সহজ ঠিকানা হলো বরিশালের একসময়ের বিখ্যাত রংবাজ পিস্তল মহিউদ্দিন এর পাশের বাসা, এই ঠিকানা কইলে যে কেউ বাসা চিনায়া দিবো।

বরিশালের বিভিন্ন সংগঠন এবং ছাত্র / ছাত্রিরা চাদা তুলছে রুশানের জন্য , তারা অবশ্যই খোঁজ নিয়েই কাজটা করছে, মনে হয় না এখানে কোন ধরনের দুইনম্বরি আছে, বাকি টা আপ্নাদের বেপার আমি আমার পক্ষে যা করার তা করে ফেলছি, পারলে আরও করবো।



ঘুড্ডির পাইলট এর ডাক একজন রুশানের জন্য। নতুন আপডেট

রুশানের যা হয়েছে আর যা দরকার:

নাওয়ার খান (রুশান) বয়স (তিন বছর)। এই ছোট্ট ছেলেটির এখন হেসে খেলে বেড়ানোর সময়।কিন্ত ভাগ্যর র্নিমম পরিহাস,আজ সে হাসপাতালের বেডে শুয়ে আছে।কারন রুশানের জম্নগতভাবে হার্টের একটি ভাল্ব নেই,তিন বছর সে ঔষধের সাহায্যে বেঁচে আছে।কিছুদিন পূর্বে হঠ্যাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে জরুরী ভিত্তিতে ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে বাইপাস সার্জারী করার জন্য ভর্তি করা হয়েছিল।


রুশানের বয়স অনেক কম হওয়াতে তখন ডাক্তাররা সেই অপারেশন করতে ব্যার্থ হয়।রুশান এই মুহূর্তে বরিশালের আম্বিয়া মেমোরিয়াল হাসপাতালে ভর্তি আছে।কারন তার বয়স যত বাড়ছে তার অসুস্থতা তত বাড়ছে।যার কারনে তাকে যে কোন সময় হাসপাতালে ভর্তি করাতে হয়।


বর্তমানে জরুরী ভিত্তিতে তার হার্টে নতুন ভাল্ব বসাতে হবে। ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালের ডাক্তাররা এই জন্য তাকে ইন্ডিয়া নিয়ে চিকিৎসা করার পরামর্শ দেন।এর জন্য প্রয়োজন প্রায় আট থেকে দশ লক্ষ টাকার যা তার মাতার পক্ষে কোনভাবেই সংগ্রহ করা সম্ভব নয়।




আপনার বা আমার বাচ্চা যদি হাসপাতালের বিছানায় এভাবে পড়ে থাকত, আর আমাদের কাছে টাকা না থাকত চিকিৎসা করার, কি করতাম আমরা? কাল যদি আপনার বা আমার ক্ষেত্রে এমন হয় ( না হোক সেটাই চাই), কাল যদি আমি আপনাদের উদ্দেশ্যে এমন পোস্ট দিই, আমাকেও হয়ত এভাবেই এড়িয়ে যাবেন।

যারা টাকা দিয়ে সাহায্য করতে চান, তাদের প্রতি প্রস্তাব:

১/ এই পোস্টে বলুন কারা কারা দিবেন , কবে দিবেন, কিভাবে দিবেন।
২/ একটা বিকাশ নাম্বার এর ব্যবস্হা করুন, তাহলে সবাই ঐ নাম্বারে টাকা পাঠাতে পারবে। ব্লগার ঘুড্ডির পাইলট এই দায়িত্ব নিতে পারেন।
৩/ এলাকাভিত্তিক টাকা সংগ্রহ করা যেতে পারে। আমি মিরপুরের দায়িত্ব নিতে পারি।
৪/ প্রবাসি ব্লগারেরা ১টা নির্দিষ্ট পেপাল ঠিকানায় টাকা পাঠাতে পারেন কিংবা নিজেরা একত্রিত করে রুশানের মায়ের একাউন্টে পাঠিয়ে দিবেন

আমাকে কেউ অনুরোধ করেনি এই পোস্ট দেওয়ার জন্য। আমার বিবেক আমাকে বাধ্য করল পোস্ট দেওয়ার জন্য। দয়া করে বিবেকের কাছ থেকে পালাবেন না।

রুশানকে টাকা পাঠানোর জন্য নীচের একাউন্ট নম্বরগুলো ব্যবহার করতে পারেন:

রুশানের নানীর মোবাইল নম্বর : ০১৭২৮-১৫১৮০৫

১/ইসমত রায়হানা।
তারা এই সঞ্চয়ী হিসাব নং : ৩৮৩২
সোনালী ব্যাংক আব্দুর রব সেরিনিয়াবাত সড়ক (বি এম কলেজ রোড) শাখা,
বরিশাল।

২/ইসমত রায়হানা।
সঞ্চয়ী হিসাব নং : ৩৪০৮৬০৮৪
ন্যাশনাল ব্যাংক বরিশাল শাখা।

৩/জিন্নাত রায়হানা।
সঞ্চয়ী হিসাব নং :২০৫০২২৬০২০০২৩৩৮১৪
ইসলামি ব্যাংক রামপুরা শাখা
ঢাকা।

প্রবাসি ব্লগারগণ চাইলে পেপাল ব্যবহার করতে পারেন:
------------------------------------পেপাল-------------------------------
পেপালটা আমার না। আমার এক পরিচিত ভাইয়ের। উনি নরমালি ৭৫ টাকা করে রেট দেন, কিন্তু বাচ্চার জন্য উনি বলেছেন ৭৭ টাকা করে দিবেন/ $। যাই হোক, পেপাল ঠিকানাটা হল:

[email protected]

এখন দয়া করে একটু খেয়াল করুন: পেপালে টাকা পাঠাতে উপরের ঠিকানা ব্যবহার করুন। আর PURPOSE হিসেবে লিখবেন "Donation for Baby" । তাহলে উনি ট্র্যাক করতে পারবেন যে বাচ্চার জন্য টাকা পাঠানো হয়েছে।

আরেকটি অনুরোধ: যারা পেপালে টাকা পাঠাবেন তারা এই ই-মেইলে ১টা মেইল করে দিবেন যে পাঠিয়েছেন আর কত পাঠিয়েছেন : [email protected]। আমার ই-মেইল, আমি হিসাব রাখতে পারব। আপনারা না চাইলে আমি ব্লগে প্রকাশ করবনা যে কে কত পাঠিয়েছেন।আগেই বলে নিই আমি এই পরিবারের কাউকে চিনিনা। আপনারা রুশানের মায়ের কাছে ফোন দিয়ে তাদের পারিবারিক-আর্থিক অবস্হা সম্পর্কে জেনে তারপর সাহায্য করুন। আর ব্লগার জালিস মাহমুদের পোস্টে তাদের নিজস্ব এ্যাকাউন্টের ঠিকানা দেওয়া আছে।

আগের পোস্টগুলির লিংক:
ছোট্ট রুশানের জন্য আমাদের কিছুই কি করার নেই ? আমরা কি বাঁচাতে পারিনা ছোট্ট রুশানকে !

ঘুড্ডির পাইলট একজনকে কিছু বলতে চায় !!! :-/ :-/ :-/ খুব জরুরি সাময়ীক পোষ্ট

সবাই মিলে চেষ্টা করলে কি পারব না একজন বাবার কোলে তার শিশুটিকে সুস্হ্য করে ফিরিয়ে দিতে

রুশানের মা যদি রুশানকে নিয়ে ঢাকা আসে, আর রুশানের সব কাগজপত্র ঠিক থাকে তাহলে কোনো ১টা টিভি চ্যানেলে রুশানকে নিয়ে প্রতিবেদন করা যেতে পারে। আমি এই ব্যাপারে ১ জনের সাথে কথা বলেছি।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪১
৩৮টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হার জিত চ্যাপ্টার ৩০

লিখেছেন স্প্যানকড, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৩



তোমার হুটহাট
চলে আসার অপেক্ষায় থাকি
কি যে এক ছটফটানি
তোমার ফিরে আসা
যেন প্রিয় কারো সনে
কোথাও ঘুরতে যাবার মতো আনন্দ
বারবার ঘড়ি দেখা
বারবার অস্থির হতে হতে
ঘুম ছুটে... ...বাকিটুকু পড়ুন

জীবনাস্ত

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৪



ভোরবেলা তুমি নিশ্চুপ হয়ে গেলে একদম,
তোমার বাম হাত আমার গলায় পেঁচিয়ে নেই,
ভাবলাম,তুমি অতিনিদ্রায় আচ্ছন্ন ,
কিন্তু এমন তো কখনো হয়নি
তুমি বরফ জমা নিথর হয়ে আছ ,
আমি... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

আমাদের দাদার দাদা।

লিখেছেন নাহল তরকারি, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৫

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী।

আমার দাদার জন্মসাল আনুমানিক ১৯৫৮ সাল। যদি তার জন্মতারিখ ০১-০১-১৯৫৮ সাল হয় তাহলে আজ তার বয়স... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

×