somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হলিউড-বলিউডের সেরা ২০ রোমান্টিক ছবি

১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হলিউড ও বলিউডে রোমান্টিক ছবির সংখ্যা আনুমানিক কত হবে, সেটা বোধকরি হিসাব করাটাও অসম্ভব। আর এই অসম্ভবের তালিকাটা আরও ভারি হবে যদি সেরা রোমান্টিক ছবির তালিকা করতে বলা হয়। কারণ ভাল লাগা রোমান্টিক ছবির হিসাবটি একেক দর্শকের কাছে একেক রকম। কিন্তু সর্বজনীন কিছু ভাল লাগা রোমান্টিক ছবি রয়েছে যেগুলো অনলাইনে চলচ্চিত্রের সবচেয়ে নির্ভরযোগ্য সাইট দ্য ইন্টারনেট মুভি ডাটাবেজ (আইএমডিবি)-এর তালিকায় উঠে এসেছে। ব্লগারদের জন্য হলিউড ও বলিউডের সেই সব রোমান্টিক ছবিগুলো থেকে বাছাই করা ২০টি ছবি এই পোস্টে দেয়া হলো।


হলিউড




১. ক্যাসাব্ল্যাঙ্কা
১৯৪২ সালে মুক্তি পাওয়া ‘ক্যাসাব্ল্যাঙ্কা’ ছবির কাহিনী গড়ে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর প্রেক্ষাপটকে ঘিরে। ছবিটি পরিচালনা করেছেন মাইকেল কার্টিজ। ছবিতে অভিনয় করেছেন হামফেরি বোগার্ট, ইনগ্রিড বার্গম্যান ও পল হেনরিড। রেটিং- ৮.৭/১০।



২. ইটস এ ওয়ান্ডারফুল লাইফ
১৯৪৬ সালে মুক্তি পাওয়া ছবি ‘ইটস এ ওয়ান্ডারফুল লাইফ’। এ ছবিটিতে একজন ব্যবসায়ীকে একটি পরী নানাভাবে পরামর্শ দিয়ে তাকে বিষন্ন জীবন থেকে উত্তরণের পথ দেখায়। রেটিং- ৮.৭/১০।



৩. রোমান হলিডে
অভিভাবকদের ফাঁকি দিয়ে ঘর পালানো এক রাজকুমারীর সঙ্গে রোমে এক আমেরিকান নিউজম্যানের প্রেমকাহিনী নিয়ে ‘রোমান হলিডে’ ছবিটি নির্মিত হয়েছে। ১৯৫৩ সালের এ ছবিটি পরিচালনা করেছেন উইলিয়াম হুইলার। ছবিতে অভিনয় করেছেন জর্জ পিক ও অড্রি হেপবাম। রেটিং- ৮.১/১০।



৪. গন উইদ দ্য উইন্ড
১৯৩৯ সালে মুক্তি পাওয়া ভিক্টর ফ্লেমিং পরিচালিত ছবি ‘গন উইদ দ্য উইন্ড’। ছবিতে অভিনয় করেছেন ক্লার্ক গ্যাবেল ও থমাস মিশেল। রেটিং- ৮.২/১০।



৫. লাইফ ইজ বিউটিফুল
১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘লাইফ ইজ বিউটিফুল’ ছবিটি দর্শকদের কাছে অন্যতম সেরা একটি ছবি হিসেবে গ্রহণযোগ্যতা লাভ করে। ছবিটি পরিচালনা করেছেন রবার্ট বেনিগি। ছবিতে অভিনয় করেছেন রবার্ট বেনিগ ও নিকোলেট ব্রাশি। রেটিং-৭.৮/১০।



৬. হলিডে
জর্জ কুকার পরিচালিত ১৯৩৮ সালের ছবি ‘হলিডে’। ছবিতে অভিনয় করেছেন ক্যাথেরিন হেপবার্ন, ক্যারি গ্রান্ট ও ডোরিস নোলান। রেটিং-৭.৮/১০।



৭. প্রীটি ওম্যান
১৯৯০ সালে মুক্তি পাওয়া ‘প্রীটি ওম্যান’ ছবির কাহিনী গড়ে উঠেছে একজন যৌনকর্মীকে কেন্দ্র করে। ছবিতে অনবদ্য অভিনয় করেছেন রিচার্ড গেরে, জুলিয়া রবার্টস ও জেসন আলেকজান্ডার। রেটিং-৭.৮/১০।



৮. রোমিও এ্যান্ড জুলিয়েট
উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত উপন্যাস অবলম্বনে ১৯৬৮-এ মুক্তি পায় ‘রোমিও এ্যান্ড জুলিয়েট’ ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন ফ্রাঙ্কো জেফ্রিলি। ছবিতে রোমিও ও জুলিয়েটের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে লিওনার্দ হুইটনিং ও অলিভিয়া হাসি। রেটিং-৭.৭/১০।



৯. লাভ এফেয়ার
১৯৩৯ সালে মুক্তি পাওয়া ছবি ‘লাভ এফেয়ার’। ফ্রেঞ্চ প্লেবয়ের সঙ্গে আমেরিকান এক মেয়ের প্রেমের কাহিনী নিয়ে ছবিটির কাহিনী এগিয়েছে। রেটিং- ৭.২/১০।



১০. হোয়াইল ইউ ওয়ার সিলিপিং
১৯৯৫ সালে মুক্তি পায় ‘হোয়াইল ইউ ওয়ার সিলিপিং’। ছবিতে অনবদ্য অভিনয় করেছেন সান্দ্রা বুলক, বিল পুলম্যান ও পিটার পয়েল। রেটিং- ৬.৫/১০।


বলিউড




১. দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে
১৯৯৫ সালে মুক্তি পাওয়া বলিউডের ইতিহাসে সবচেয়ে সাড়া জাগানো সিনেমা হিসেবে ধরা হয় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিটিকে। আদিত্য চোপড়া পরিচালিত এ ছবিটিতে শাহরুখ খান ও কাজলের মিষ্টি প্রেমের অভিনয় দর্শকদের কাছে ছবিটিকে চির অমর করে রেখেছে। রেটিং-৭.৮/১০।



২. জাব উই মিট
বিষন্ন এক ব্যবসায়ীর জীবনই পাল্টে গেল যখন তাঁর সঙ্গে প্রাণোচ্ছ্বল এক মেয়ের দেখা হলো। দেখা থেকে বন্ধুত্ব এবং প্রেম। ইমতিয়াজ আলী পরিচালিক বলিউডে সাড়া জাগানো ছবি ‘জাব উই মিট’-এর মূল চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন শহীদ কাপুর ও কারিনা কাপুর। রেটিং-৭.৭/১০।



৩. সোচা না থা
২০০৫ সালে মুক্তি পাওয়া ‘সোচা না থা’ ছবিতে দেখানো হয় পারিবারিকভাবে বিয়ের জন্য পছন্দ করা হলেও পাত্র-পাত্রী দু’জই দু’জনকে অপছন্দ করে। পরবর্তীতে তাদের অন্যত্র সম্বন্ধ ঠিক হলে তারা আবিষ্কার করে যে, তারা আসলে একে অন্যেকে ভালবাসে। ইমতিয়াজ আলী পরিচালিত রোমান্টিক এ ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন অভয় দেওল ও আয়েশা টাকিয়া। রেটিং-৭.৬/১০।



৪. জানে তু ইয়া জানে না
২০০৮-এ মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘জানে তু ইয়া জানে না’ তে দু’জন টিনেজের ভালবাসাকে দেখানো হয়, যারা একে অন্যের প্রতি যে দুর্বল না, সেটাই যেন প্রমাণ করতে সর্বদা মরিয়া। ইমরান খান ও জেনেলিয়াকে এই ছবিটিই তারকাখ্যাতি এনে দেয়। রেটিং- ৭.৫/১০।



৫. পরিণীতা
ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে পরিচালক প্রদীপ সরকারের ছবি ‘পরিণীতা’। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান, সাইফ আলী খান, সঞ্জয় দত্ত ও দিয়া মির্জা। রেটিং-৭.৪/১০।



৬. যোধা আকবর
মুঘল শাসক আকবরের সঙ্গে রানী যোধার সত্যিকারের প্রেমকাহিনী নিয়ে আশুতোষ গোয়ারিকারের ‘যোধা আকবর’ ছবিটি নির্মিত। ২০০৮-এ মুক্তি পাওয়া এ ছবিতে হৃত্বিক রোশান ও ঐশ্বরিয়া রায় অনবদ্য অভিনয় করেছেন। রেটিং-৭.৩/১০।



৭. কুচ কুচ হোতা হ্যায়
বলিউডের রোমান্টিক ছবির তালিকা করলে তাতে শাহরুখ খানের ছবিগুলোই সবচেয়ে বেশি আসে। তেমনই একটি সেরা ছবি ‘কুচ কুচ হোতা হ্যায়’। ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে ছবিটি ১৯৯৮ সালে রিলিজ পাবার পর এখনও বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে তা অন্যতম সেরা রোমান্টিক ছবি হিসেবে প্রদর্শিত হয়। শাহরুখ ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন কাজল ও রানী মুখার্জী। রেটিং-৭.৩/১০।



৮. বীর-জারা
২০০৪-এ মুক্তি পাওয়া ভারত-পাকিস্তানের দু’জন নর-নারীর মধ্যেকার প্রেমের কাহিনী নিয়ে নির্মিত ছবি ‘বীর-জারা’। ইয়েশ চোপড়া পরিচালিত এ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান, প্রীতি জিনতা ও রানী মুখার্জী। রেটিং-৭.৩/১০।



৯. লামহে
১৯৯১ সালে মুক্তি পাওয়া ইয়েশ চোপড়া পরিচালিত ছবি ‘লামহে’। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর ও শ্রীদেবী। দু’জনের প্রেমের মধ্যকার সুন্দর স্মৃতি, মুহূর্ত, সহনশীলতা ও সম্মানবোধের বিষয়টি ছবিন্তেুলে ধরা হয়েছে। জন্য রেটিং- ৭.১/১০।



১০. সাথিয়া
সাহাদ আলী পরিচালিত ২০০২ সালে মুক্তি পাওয়া ছবি ‘সাথিয়া’তে বিবেক ওবেরয় ও রানী মুখার্জীর অনবদ্য অভিনয় এবং এআর রহমানের অসাধারণ মিউজিক পুরো ছবিকে বেশ কিছু পুরস্কার প্রাপ্তি ছাড়াও দর্শকদের ভাল লাগায় পরিণত করে। রেটিং-৭/১০।

দৈনিক জনকণ্ঠে প্রকাশিত
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডালাসবাসীর নিউ ইয়র্ক ভ্রমণ

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে এপ্রিল, ২০২৪ রাত ২:৪৪

গত পাঁচ ছয় বছর ধরেই নানান কারণে প্রতিবছর আমার নিউইয়র্ক যাওয়া হয়। বিশ্ব অর্থনীতির রাজধানী, ব্রডওয়ে থিয়েটারের রাজধানী ইত্যাদি নানান পরিচয় থাকলেও আমার কাছে নিউইয়র্ককে আমার মত করেই ভাল ও... ...বাকিটুকু পড়ুন

ধর্ম ও বিজ্ঞান

লিখেছেন এমএলজি, ২৫ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:২৪

করোনার (COVID) শুরুর দিকে আমি দেশবাসীর কাছে উদাত্ত আহবান জানিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, যা শেয়ার হয়েছিল প্রায় ৩ হাজারবার। জীবন বাঁচাতে মরিয়া পাঠকবৃন্দ আশা করেছিলেন এ পোস্ট শেয়ারে কেউ একজন... ...বাকিটুকু পড়ুন

তালগোল

লিখেছেন বাকপ্রবাস, ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৫


তু‌মি যাও চ‌লে
আ‌মি যাই গ‌লে
চ‌লে যায় ঋতু, শীত গ্রীষ্ম বর্ষা
রাত ফু‌রা‌লেই দি‌নের আ‌লোয় ফর্সা
ঘু‌রেঘু‌রে ফি‌রে‌তো আ‌সে, আ‌সে‌তো ফি‌রে
তু‌মি চ‌লে যাও, তু‌মি চ‌লে যাও, আমা‌কে ঘি‌রে
জড়ায়ে মোহ বাতা‌সে ম‌দির ঘ্রাণ,... ...বাকিটুকু পড়ুন

মা

লিখেছেন মায়াস্পর্শ, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩


মায়াবী রাতের চাঁদনী আলো
কিছুই যে আর লাগে না ভালো,
হারিয়ে গেছে মনের আলো
আধার ঘেরা এই মনটা কালো,
মা যেদিন তুই চলে গেলি , আমায় রেখে ওই অন্য পারে।

অন্য... ...বাকিটুকু পড়ুন

কপি করা পোস্ট নিজের নামে চালিয়েও অস্বীকার করলো ব্লগার গেছে দাদা।

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮



একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে। পোস্টটিতে মদ্য পান নিয়ে কবি মির্জা গালিব, কবি আল্লামা ইকবাল, কবি আহমদ ফারাজ, কবি ওয়াসি এবং কবি... ...বাকিটুকু পড়ুন

×