আমরা যাকে ডিজে গান বলে থাকি সেটা আসলে EDM Music (ইলেক্ট্রনিক ড্যান্স মিউজিক)।
অনেকে মনে করেন ডিজে গান হল সুন্দর সুরেলা গুছানো গানগুলোর সাথে ধুম-ধারাক্কা মিউজিক লাগিয়ে অরিজিনালিটি নষ্ট করে দেয়া। আসলে কিন্তু এটাকে নষ্ট করা হয় না, এটাকে একটু অন্য genre এ নতুন ভাবে তুলে ধরি। এটা সত্যি, আমাদের সাউথ এশিয়ান অঞ্চলের মানুষের সফট গান বেশি ভাল লাগে। অনেক HD Quality আওয়াজ এর এইশব genre এর গান লাইক করি না অনেকে। ডিজে মিউজিক মানেই কিন্তু কোনও গান কে রিমিক্স করা নয়। এটা একটু ভুল ধারণা। রিমিক্স টা হচ্ছে ডিজে এর একটা অংশ মাত্র। আপনি শুনলে অবাক হবেন হাবিব একজন ডিজে ছিলেন। উনি হচ্ছেন একজন ইলেক্ট্রনিক ড্যান্স মিউজিক Producer। কিন্তু উনি সফট এবং চিল আউট মিউজিক করে থাকেন। কারন আমাদের দেশে হাউস মিউজিক, ট্রান্স মিউজিক, ক্লাব মিউজিক এগুলা তেমন একটা এখনো চলবে না। হয়তবা ভবিষ্যতে চলবে আশা করা যায়। বাংলাদেশ এ বর্তমানে কিছু ডিজে এবং (ই ডি এম) Producer হাউস মিউজিক, ট্রান্স মিউজিক, ক্লাব মিউজিক করছে। তবে তাদের মধ্যে হাতে গোনা কয়কজন এ ভালো ভাবে এগুলো করতে সক্ষম হয়েছে।
পুরো দুনিয়া তে এখন ইলেক্ট্রনিক ড্যান্স মিউজিক এর যুগ চলছে বলতে গেলে। যদিও আমাদের দেশে এতার ছোঁয়া খুবই কম।
কয়কজন বিখ্যাত (ই ডি এম) Producer হলেন ঃ
Armin Van Bureen
Tiesto
David Guetta
Paul Van Dyk
Afrojack
আমি আপনাদের সাথে কিছু হাউস মিউজিক, ট্রান্স মিউজিক, ক্লাব মিউজিক শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার পোস্ট টি কেমন হয়েছে জানি না। আমি মিউজিক টা খুব পছন্দ করি তাই চিন্তা করলাম নতুন ধরনের এই মিউজিক এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই।
হাউস মিউজিক
ট্রান্স মিউজিক
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১২ ভোর ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



