
আমার বর্তমান কর্ম-কাবিনের অংশ হিসেবে বিভিন্ন বিষয় নিয়ে কর্মশালা আয়োজন করতে হয়। দিনব্যাপী কর্মশালাগুলি ঢাকাতেই করা হয়, কিন্তু দুই-তিন দিনের কর্মশালাগুলি সাধারণত ঢাকার বাইরে অাবাসিকভাবে করা হয় যাতে অংশগ্রহণকারীগণ নিরবিচ্ছিন্ন মনোসংযোগ রাখতে পারেন। কিছুদিন আগে এমনই একটি কর্মশালার সুবাদে সিলেট শহরের সন্নিকটে খাদিমনগর জাতীয় উদ্যানে অবস্থিত নাজিমগড় গার্ডেন রিসোর্টে অবস্থান করেছিলাম। সেই ভ্রমণের সময় তোলা ছবি দিয়ে এবারের ছবি ব্লগ।

যাত্রা হলো শুরু

পাখির চোখে দেখা নিচের জলাভূমি

সিলেট বিমানবন্দর সড়কের পাশের চা বাগান

রিসোর্টের অভ্যন্তরে পথনির্দেশিকা

টেরেস

ভিলার সম্মুখভাগ

ভিলার পিছনভাগ

কর্মশালার ভেন্যু
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



