একদিন তোমাদের শহরে
অনাহুত নয়, একদিন
আকাঙ্খিত তবে, ক্ষ্যাপা
প্রত্যাবর্তিত হবে, আর
তোমাদের যতটা তখনো-
উঁচু দেয়াল, গুঁড়িয়ে দেবে
প্রাসাদ, হাওয়ায় উড়িয়ে দেবে
অলীক সত্ত্বা পুড়িয়ে দেবে
তাজা বাগান মাড়িয়ে দেবে
পূর্ণিমা চাঁদ তাড়িয়ে দেবে
বিশ্বাস ভিত নাড়িয়ে দেবে...
অতঃপর তোমাদের সব আলো নিভে যাওয়া ঘন অন্ধকার
এক মুঠো রোদ এনে ভোর করে দেবে ক্ষ্যাপা চির-চিরকার
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



