

দুটি ছবি পাশাপাশি দিলাম।
এটাই আমাদের বাংলাদেশ । এবার বাকী সিদ্ধান্ত আপনার ।
কোন্ পক্ষে থাকবেন আপনি ?
-নিশ্চয়ই আপনি প্রগতি বিরুদ্ধে যবেন না , সমাজকে এগিয়ে নিতে এখন একা পুরুষের দায়িত্ব নয় , নারীদেরও সমান অংশগ্রহন জরুরী।অতএব আপনার অবস্থান প্রগতির পক্ষেই হোক ।
আবারও বলছি , দয়া করে বর্তমান সংবিধানে 'রাষ্ট্রধর্ম' আর মুক্তিযুদ্ধের অন্যতম মৌলচেতনা 'ধর্মনিরপেক্ষতা'র সহাবস্থানের দোহাই দিবেন না।
নিজের বিবেককে জিজ্ঞেস করে নিজেই সিদ্ধান্ত নিন।
'দলদাস' কিংবা 'দলকানা'র খোলস থেকে বের হয়ে চলুন একটু 'মানুষ' হই ।
জয়তু বাংলার দামাল মায়েরা, বোনেরা, বন্ধুরা !অভিনন্দন বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।
সমাজ- প্রগতিবিরোধী শক্তির উত্থানকে রুখে দাঁড়াও ।
জয় বাঙলা
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




