somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম প্রেমের মতো...নূরের বাতি ঝ্লক দেয় হৃদয় কোণে....

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেম প্রেমের মতো...
নূরের বাতি ঝ্লক দেয় হৃদয় কোণে....

অহংকারী তুই কি জানিস
প্রেমের মর্ম কী_____
প্রেম কারে কয়
প্রেম কোথায় রয়
প্রেম কী দিয়ে হয়
তার মর্ম মূলেই বা কী।

প্রেম আগুনের চেয়ে উত্তাপ
প্রেম ঝড়েরর মতো অস্থীর
প্রেম বায়ূর মতো চঞ্চল
প্রেম অসির চেয়ে তীক্ষ্ম।

প্রেমে খোদা প্রেমে রাসুল
প্রেমে আরশ প্রেমে কুর্সি
লওহ -কালাম, কুরান-হাদিস
ভূলোক-দুলোক সকলই
প্রেমের কারন।

প্রেম মানে নত হওয়া
প্রেমিকের পায়।
প্রেম মানে খঞ্জর;
অস্থীর-চঞ্চল-চপলা।

প্রেম মানে বিনা দামে
বেচাকেনা করা।
প্রেম মানে দুনিয়াকে
তিনবার তালাক দেওয়া।
প্রেম মানে হৃদয়ের গহীনে
অন্তরের অন্তরে
হু হু নৃত্য খেলা।

প্রেম মানে পাহাড়-পর্বত
দলে মোচড়ে জমিনে
পানির নহর বয়ে যাওয়া।
প্রেম খোদার
ঘর-বাড়ি-সিংহাসন।

প্রেম মানে বিনা কারনে
প্রেমিকের দর্শনে নদী
সাতরিয়ে ওপাড়ে যাওয়।

পৃথিবীর শুরু থেকে প্রেম আছে
থাকবে কিয়ামত পর্যন্ত।
প্রেমের টানে পৃথিবী নোনা
জলে ভেসে যায়।
প্রেম শুধু প্রেমিকেই বুঝে
অহংকারী নয়।
যে অন্তরে শয়তানের
বীজ বপন করা সেখানে
প্রেমের প্রবেশ নিষিদ্ধ।

প্রেম দিয়ে খোদা
আদাম সৃষ্টি করেছেন।
প্রেমে ডুবে খোদা আদমের
ক্বলবে সিংহাসন গড়েছেন।
খোদার প্রেম আশিক
হাবিবুল্লাহ-রাসুল্লার সনে।
প্রেম ফানা, প্রেম বাকা-বিল্লাহ।

গাউস-কুতুব, ওলি-আল্লা
ফকির-দরবেশ, প্রেম পূজারী।
সকলে প্রেমের গোলাম।
সূফি-সাধক-মুনি-ঋষি
প্রেমের নজরে খোদার রঙ
লাগিয়ে নৃত্য করে।

প্রেম মানে বিনা তারে
বীনার সুর-
গান-কীর্তন-পাগলের নৃত্য।
আমি তোকে প্রেমের
টানে ডাক দিয়েছিলাম বাছা
প্রেমের বাঁধনে বেঁধেছিলাম।
প্রেম মানেনা জাতি-কুলমান-
প্রেম অন্ধ পাগল। প্রেম অবুঝ।

প্রেমের আদালতে লক্ষ-কোটি
আইনের কিতাব ভুয়া-মিথ্যা।

নতজানু নাহলে প্রেম
উদয় হয়না।
যেখানে ভক্তি নাই
সেখানে প্রেম নাই।

প্রেমের কোনো ঘর-বাড়ি নাই
প্রেমের কোনো একক
বসার স্থান নাই।
প্রেম আছে বিশ্বজুড়ে।
প্রেম অতীত-বর্তমান-ভবিষ্যত।
প্রেম কালের ফ্রেমে আবদ্ধ নয়।

প্রেম মানে স্বয়ং খোদা
প্রেম মানে উলঙ্গ-সত্য
প্রেমের গায়ে কাপড় নাই
অনাবৃত থাকে প্রেমের
সারা দেহ।
প্রেম মানে এক, আহাদ।
দ্রবিভূত হয়ে গুলে যাওয়ার
নাম প্রেম।

প্রেম বুঝেনা শয়তানে
খোদা তার ক্বলবকে মোহর
মেরে দিয়েছেন।
প্রেম বোঝার অন্তর তাকে দেয়নি।

আমি প্রেমের বাঁশিতে
ফুঁ দিয়েছিলাম।
যেখানে ক্ষয় নাই
ভয় নাই। মরন নাই।

হাসতে হাসতে
নাচতে নাচতে মরতে
পাগল হয় প্রেমিকের অন্তর।
প্রেম মানে নিজের
বলে দাবি-দাওয়া মুক্ত হওয়া।
প্রেম মানে নিঃস্ব হয়ে যাওয়া।

প্রেম নাজিল হয়
আসমান থেকে।
প্রেম দান করা হয় ।

প্রেম কঠিন বিষয়
প্রেমের টানে দুনিয়া
তছনছ হয়ে তুলার মতো
ওড়ে যায়।
আশোক-মাশোক গুলে যায়
প্রেমের শরবত পান করে।
প্রেম রশি দিয়ে বাঁধা যায়না।

জেনে-শুনে বিষের পেয়ালা
হাসতে হাসতে চুমুক দেয়
প্রেমে পাগল প্রেমিক।

ভুল হবে। প্রেম যৌনতা না।
প্রেমের ভিতর যৌনক্ষুধা নাই।
প্রেম ক্ষনস্থায়ী নয়।
প্রেম চিরঞ্জীব, ক্ষ্যান্ত হয়ন।
ভেঙ্গে পড়েনা।
ফুরিয়ে যায়না।
বার্ধক্য নাই প্রেম-জগতে।
প্রেম মরেনা, অমর।

প্রেমের শুরু আছে
শেষ নাই।
প্রেম সত্য-সুন্দর
মিথ্যার অংশ নাই
প্রেম অন্তরে।
প্রেমের কোনো রূপ নাই
প্রেমের নাই হস্ত-পদ-স্কন্ধ-মাথা।
লালনের-হাসনের-ফারুকের
কারো সাধ্য নাই
প্রেমের ব্যাখ্যা তুলে ধরা।
প্রেমের মতোই প্রেম।
একক, এক স্বত্তা।

প্রেম ধরা যায় না
ছোঁয়া যায়না।
প্রেম বিদ্যুতের মতো
ভয়ংকর। প্রেমানল
পৃথিবীর আগুনে
সাথে তোলনা হয়না।

প্রেমের গন্ডিতে
নাই বেহেস্ত
নাই দোজখ।
প্রেমিক আত্মা খোদার
বেহেস্তও চায়না
দোজখও চায়না।
বেহেস্ত হারাম
দোজখও হারাম
এক এককে ডুব দিয়ে
পান করতে চায়
রহস্যলোকের মধু।

প্রেম অমূল্য।
এর কোনো মূল্য হয়না।
কোটি কোটি টাকার মালিক
ফকির হয়ে যায়
প্রেমের হাট-বাজারে।

প্রেমের শরাব সকল
নেশার উর্ধ্বে।
প্রেম মানে ধ্বংস হয়ে
যাওয়া। প্রেম মানে
একবাক্যে মুরিদ হওয়া।

প্রেম মানে রিপুর গুছা
একটা একটা করে
টেনে টেনে আগুনে নিক্ষেপ করা।
প্রেম মানে গুরুর পূজা।
প্রেম দুয়ের মাঝে এক।

প্রেম পারদের মতো
অনেক দানায় বিভক্ত
হয়ে একক অখন্ড।
প্রেম ফৌজের কমান্ড!
হুকুমের অপেক্ষা
মরতে প্রস্তুত।

প্রেম মানে কান ধরে
ওঠা-বসা করা। আমিত্বকে
আছড়িয়ে জীবন্ত মেরে ফেলা।
প্রেমলোকে দিবা-রাত্রি নাই।
আলো আছে আঁধার নাই।
প্রেম নূরের ঝলক।

প্রেম মানে ভোগ-বিলাসিতা শূন্য।
ত্যাগের অপর নাম প্রেম।
প্রেম চায় প্রেমিকের অন্তর।
বিনা কারনে চেয়ে থাকার
নাম প্রেম। প্রেম মানে
প্রেমিকের গোলাম। কৃতদাস।

প্রেম মানে সরল-সহজ
বক্রতা একদম নাই।
প্রেম মানে নরম
শক্ত-কঠিন অহংকার
প্রেম জগতে তা নাই।

প্রেমিক বলে______
প্রেমের বাঁশিতে ডাকি তোরে।

প্রেম পাগলে কয়____

" প্রেম কি সহজ কথা
চোখের ভাষায় লাগে ব্যথা
আবার মুখ দিয়ে কয়না কথা
ভাষা অন্তরে বুঝায়।"

প্রেম পূজারী বাণী______

" তুই খোদা তুই পূজা
তুই ছাড়া নাই দু'জা
তুই এসে
মোর কেশে
প্রেম জটা বাঁধলি,
আন্তরের অন্তরে
তুই এসে বসলি।"

প্রেম পবিত্র। প্রেম শাশ্বত।
প্রেমিকের মরন
প্রেম পেয়ালায়।

অহংকার-দম্ভ-গরিমা
প্রেমের দুশমন ওরা।
প্রেম করলে প্রেমিকের
হাত-পা সারা দেহ
আপন সুরতে প্রকাশিত হয়।
দুইটি বস্তু একে মিলে যায়।

প্রেমিকের শেষ কথা_____
অন্তরে তোর প্রেম নাই
ডাকবো না তোকে।
শুনাবো না প্রেমের কথা
যে হৃদয়ে প্রেমের
বাসা বাধঁলো না।
প্রেম প্রেমের মতোই থাক
যদি প্রেম উদয় হয়
ওঠবে নদের চাঁদ।
পাগল যদি হতে পারো
এসো এই তুফানের সাগরে।

শেষ উচ্চারন_____

" ডাকবো না আর হাত-বাড়িয়ে
আসবে তুমি প্রেমের টানে
প্রেম নদীতে জোয়ার এলে
ভয় কী আমার ঝড়-তুফানে।"

১ আগস্ট ২০১৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মসজিদ না কী মার্কেট!

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৮ ই মে, ২০২৪ সকাল ১০:৩৯

চলুন প্রথমেই মেশকাত শরীফের একটা হাদীস শুনি৷

আবু উমামাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইহুদীদের একজন বুদ্ধিজীবী রাসুল দ. -কে জিজ্ঞেস করলেন, কোন জায়গা সবচেয়ে উত্তম? রাসুল দ. নীরব রইলেন। বললেন,... ...বাকিটুকু পড়ুন

সচিব, পিএইচডি, ইন্জিনিয়ার, ডাক্তারদের মুখ থেকে আপনি হাদিস শুনতে চান?

লিখেছেন সোনাগাজী, ১৮ ই মে, ২০২৪ সকাল ১১:৪৫


,
আপনি যদি সচিব, পিএইচডি, ইন্জিনিয়ার, ডাক্তারদের মুখ থেকে হাদিস শুনতে চান, ভালো; শুনতে থাকুন। আমি এসব প্রফেশানেলদের মুখ থেকে দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, বাজেট,... ...বাকিটুকু পড়ুন

আকুতি

লিখেছেন অধীতি, ১৮ ই মে, ২০২৪ বিকাল ৪:৩০

দেবোলীনা!
হাত রাখো হাতে।
আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে বিষাদ নেমে আসুক।
ঝড়াপাতার গন্ধে বসন্ত পাখি ডেকে উঠুক।
বিকেলের কমলা রঙের রোদ তুলে নাও আঁচল জুড়ে।
সন্ধেবেলা শুকতারার সাথে কথা বলো,
অকৃত্রিম আলোয় মেশাও দেহ,
উষ্ণতা ছড়াও কোমল শরীরে,
বহুদিন... ...বাকিটুকু পড়ুন

ক- এর নুডুলস

লিখেছেন করুণাধারা, ১৮ ই মে, ২০২৪ রাত ৮:৫২



অনেকেই জানেন, তবু ক এর গল্পটা দিয়ে শুরু করলাম, কারণ আমার আজকের পোস্ট পুরোটাই ক বিষয়ক।


একজন পরীক্ষক এসএসসি পরীক্ষার অংক খাতা দেখতে গিয়ে একটা মোটাসোটা খাতা পেলেন । খুলে দেখলেন,... ...বাকিটুকু পড়ুন

স্প্রিং মোল্লার কোরআন পাঠ : সূরা নং - ২ : আল-বাকারা : আয়াত নং - ১

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৮ ই মে, ২০২৪ রাত ১০:১৬

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাহর নামের সাথে যিনি একমাত্র দাতা একমাত্র দয়ালু

২-১ : আলিফ-লাম-মীম


আল-বাকারা (গাভী) সূরাটি কোরআনের দ্বিতীয় এবং বৃহত্তম সূরা। সূরাটি শুরু হয়েছে আলিফ, লাম, মীম হরফ তিনটি দিয়ে।
... ...বাকিটুকু পড়ুন

×