ব্লগে অবস্থানরত ডাক্তারদের পরামর্শ চাই চোখ ওঠার ব্যাপারে। দিন দশেক আগে ডান চোখ উঠেছিল আমার। ক্লোরামেফেনিকল্ গ্রুপের সুপ্রাফেন ড্রপ ব্যবহারে এখন ফোলা এবং চুলকানি ভাব খুবই সামান্য কিন্তু দৃষ্টি ঘোলা, পরিষ্কার দেখি না। আমার এই Bacterial Conjunctivitis (সূত্র ) আগেও হয়েছিল এবং ৩/৪ দিনের ভিতর সেরেও গিয়েছিল। কিন্তু এইবার ভালোই ভোগাচ্ছে রোগটা।
এখন আমি জানতে চাই, এই ঘোলা দৃ্ষ্টির সমস্যা আপনা থেকেই সারে কি না? সারলে, সাধারনত কত দিন লাগে? যদি না হয়, তবে কোন ড্রপ/মলম ব্যবহার করা উচিৎ?
আর এই সমস্যা অন্য কোন রোগের লক্ষণ/কারণে হয়নি তো?
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১১ ভোর ৪:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




