
মন তুই চিনলিনারে কে তোর আপন, কে পর;
কীসের ভুলে এলি ফেলে আপন বাড়িঘর!
ভুল দেখলি জীবন ভর থাকতে দু আঁখি,
নিজেরে তুই দিলিরে মন শুভঙ্করের ফাঁকি।
বুরারে তুই করলি বরণ ভালোরে ফেলে,
কাঁদালি তোর স্বজনদের আশার ছলে।
হীরারে তুই ভাবলি কাঁচ, কাঁচরে হীরা;
জ্যোৎস্না রাত ভাবলি তুই অমাবশ্যার ধরা।
সরিষা খেত পথের ধারে ভরা ফুলে ফুলে,
একটিবার ও দেখলিনা তুই শিরখানি তুলে।
একটি গানও গাইলিনা তুই শুধুই নিরবতা,
হইলি পথের দাসী, শুনলিনা মোর কথা।
আঁধার রাতে বাঁদুরেরা উড়াউড়িতে রত,
আকাশ বাতাস কাঁদলো শুধু বোবা প্রাণীর মত।
বিদেশ বিভূঁই ঘুরলি তুই মনের পিপাসে,
গহীন বন-ই ঠাঁই হলো তোর অবশেষে।
নিজের পথে চলতে গিয়ে দিন ফুরালো শেষে,
এসে দেখ জীবন তোর পূর্ণ ব্যথার বিষে।
ফেরার কোন পথ নাই- সব পথ-ই ঢাকা;
বুক ফাটা কান্না তোর; এ বুঝি কপালের লেখা।
২০ ডিসেম্বর ২০০৮ খ্রিস্টাব্দ
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




