ছিল দুধ চিতই পিঠা! ইয়াম্মি
সেটা শেষ করেই দেখি দাদী ছিদ পিঠা নিয়ে আসছে!
আর তার সাথে মুরগির ঝোল!
খেয়ে দেয়ে পিচ্চি পাচ্চা দের নিয়ে বের হলাম ঘুরতে আর সাথে ছবি তুলতে!
বাড়ি থেকে নেমে দেখলাম হলুদ ফুলের শর্ষে ক্ষেত!
তার পরেই পালং শাক ক্ষেত -
একজন শাক কেটে ঝুড়িতে নিচ্ছে -
ক্ষেতের মাঝে পথ, যাকে আইল বা আল বলা হয় -
কাকতাড়ুয়া -
শীতে ফুলকপি না দেখলে আমার মনেই হয় না যে শীত এসেছে!
আমার নদী -
দিন শেষে ফিরে আসলাম আবার আমার পরিচিত জায়গায়! কিন্তু সাথে ছিল ভাল লাগা!
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১০ রাত ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




