অপেক্ষা.....
লিপি অসুস্থ । খুব অসুস্থ। মা বাবার চোখের জলের সামনে অসহায় লিপি হয়ত মরে যাওয়াই আজ শ্রেয় ভাবছে। কি যে লক্ষী মেয়ে ছিল। শান্ত ঠিক জলের মত। তিন বোন লিপিরা। লিপিই বড়। বাবার আদরের মেয়ে। আজ সেই আদরের মেয়ে হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর অপেক্ষায়। খুব কি বেশী কিছু চেয়েছিল? একজন মানুষ, যে স্বপ্ন দেখিয়েছিল। লিপির স্বপ্ন টা তো খুব বেশী কিছু ছিল না। হয়তো চেয়েছিলেন একটা ছোট্ট ঘর, নিজের সংসার, প্রিয় মানুষটি পাশে। তাইতো বিশ্বাস করেছিল মানুষটাকে। মানুষ বলতেও বাধে। কোন মানুষ কিভাবে এমন করে?
দু জনের মুখে আনন্দই তো দেখা যেত সব সময়। রাজি ছিল দুই পরিবারের সবাই। সবই ঠিক ছিল। তপুর দেশের বাইরে যাবার ইচ্ছে। সে জন্য লিপি কত কিছুই না করেছিল। কেন করেছিল? শুধু কি তার স্বার্থে? কিন্তু সেই মানুষটি সব স্বপ্ন ভেঙ্গে চলে গেল দেশের বাইরে, তাও না জানিয়ে, সব কিছু ভেঙ্গে!
সেই মানুষটি কি জানে, লিপিকে কোথায় ফেলে গেছে সে? কতটা অপমানিত করে গেছে লিপিকে? লিপির অনুভূতি কে, লিপির বিশ্বাস কে? কতটা অসহায় করে গেছে তাকে? কষ্টের কথা নাই বা বললাম! এত মানুষের মাঝে কতটা একা করে গেল! কখনো কি কল্পনা করতে পারবে? তাহলে কেন সেই স্বপ্ন দেখিয়েছিল? কেন বিশ্বাস করিয়েছিল? হাজার মানুষের ভিড়ে কান্না চেপে মিশে যাওয়া কেউ কখনই বুঝবে না।
এমন করে বেচে থাকার ইচ্ছে থাকতে পারে না। সব থেকে প্রিয় মানুষ, যাকে বিশ্বাস করে, নির্ভর করে থাকে, সেই বিশ্বাস যখন থাকে না, নির্ভরতা যখন হারিয়ে যায়, কেউ বেচে থাকার ইচ্ছেটা কিভাবে পাবে? লিপিও তাই চেয়েছিল। যেন কাউকে মুখ দেখানোর আগে সে চলে যেতে পারে। কিভাবে সবার সামনে যাবে? যে ছিল তার গর্ব, তার বিশ্বাস, আজ তার জন্য সে সবার কাছে হাসির পাত্র, করুনার চোখ সবার। কিভাবে সহ্য করবে? কিভাবে সহ্য করা যায়? সব এলোমেলো হয়ে আছে। থাকুক সেভাবেই। জট ছাড়াবে না, ভাববে না কিছু, বলবে না কিছু, চাইবে না কিছু, মনে করবে না কিছু।
কাউকে কষ্ট দেয়ার কি খুব আনন্দ? লিপির প্রতিটা মুহূর্ত কাটছে অসহ্য যন্ত্রণা নিয়ে। তপু কি তা ভেবেও দেখিনি? সে কখনো যন্ত্রণা গুলো বুঝতে পারা দূরে থাকুক, হয়ত কোন অপরাধবোধ ও হয়নি।
লিপি ভেবে পায় না কিভাবে একজন মানুষ এমন করতে পারে? কিভাবে? কিভাবে একজন মানুষ এত নিষ্ঠুর হতে পারে? এত গুলো দিন পাশে থাকার পরেও কি তপুর মনের একটুকুও পায়নি সে! কি ছিল সে সব এত দিন?
আজ লিপির কোন আশা নেই, কোন ইচ্ছে বেচে নেই, কোন কিছুর অপেক্ষা নেই। সব কিছু শেষ হয়ে গেছে এমন কি বেচে থাকার ইচ্ছে টাও নেই। এখন লিপির অপেক্ষা শুধু মৃত্যুর!
*******
আমার এই গল্প টা ~স্বপ্নজয়~ ভাইয়ার ভালোবাসি - ভালবাসা দিবস ২০১০ উপলক্ষে সঙ্কলন (পিডিএফ) এখানে দেয়া হয়েছে। আমার সাথে অনেকের লেখা আছে। চাইলে সবার লেখা একসাথে পড়তে চাইলে ঐ পোষ্টের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১০ রাত ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




