কানামাছি ভোঁ ভোঁ ;যাকে পাও, তাকে ছোঁও..."
কানামাছি,
আমি কাকে পাব? কাকে ছোঁব?
প্রতিটি মানুষ যখন একেকটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র,
তখন আছে কি তাকে ধরবার কেউ?
আছে কি তাকে ছোঁবার কেউ?
সমগ্র সৃষ্টিকূল নিয়ে প্রকৃতি যেমন একা,
পৃথিবীর সাতশ কোটি জনতার ভিড়ে আমিও তেমন একা।
কানামাছি,
আমার চোখের বাঁধনটি খুলে দাও,
মুক্ত করে দাও অবশিষ্ট প্রত্যঙ্গগুলো!
রাজধানীর কংক্রিটের জঙ্গলে যেখানে সূর্যের আলো পৌঁছে না,
প্রতিটি মানুষ যখন কান্না-হাসিতে স্বয়ংসম্পূর্ণ,
তখন আমার চোখ গভীরভাবে কাউকে দেখতে চায়,
আমার হাত আলতোভাবে কাউকে ছুঁতে চায়!
কানামাছি,
আমায় মৌমাছির কাছে নিয়ে চলো!
কবি: আখতারুজ্জামান আজাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


