সেই পহেলা জানুয়ারী একবার আড্ডায় অংশ নিয়েছিলাম। এর পর আর কোন আড্ডায় যাইনি। ভার্চুয়াল জগতের আড্ডার তুলনায় ফিজিক্যল আড্ডার মজাই আলাদা। তাই অনেকদিন ধরে ভাবছি একটা আড্ডার আয়োজন করব। আপাতত ৫ই মার্চ, শুক্রবার সম্ভাব্য তারিখ হিসেবে ধর্য্য করছি। বাকিটা আপনাদের উপর। সবার মতামতের উপর নির্ভর করে আগামী বুধবার তারিখ এবং সময় ফাইনালী জানানো হবে।
আড্ডায় সকলে সাদরে আমন্ত্রিত।
অনুগ্রহ করে আপনার আগমন নিশ্চিত করুন কমেন্ট এর মাধ্যমে।
সম্ভ্যাব্য স্থান :- রবীন্দ্র সরবর (ধানমন্ডি লেক)
সম্ভ্যাব্য সময় :- বিকাল ৪ টা।
সম্ভ্যাব্য তারিখ :- ৫/৩/১০
সবার মতামতের উপর ভিত্তি করে স্থান, সময়, তারিখ পরিবর্তন করা হবে।
যারা অলরেডি কনফার্ম করেছেন :-
১। দূর্ভাষী।
২। অপরাজিতা০০৭।
৩। স্বপ্নকথক।
৪। রাজসোহান।
৫। আব্দুল্লাহ আল মামুন রাসেল (স্ব-পরিবারে)।
৬। নতুন মুখ।
৭। বোহেমিয়ান কথকথা।
৮। কাব্য।
৯। পাপী০০৭।
১০। রাজিব খান০০৭।
১১। আলী আরাফাত শান্ত।
১২। দুরন্ত স্বপ্নচারী
১৩। সাইকেল ভাই
যোগাযোগ :
সবার প্রিয় : ০১৬৭৫২৮৫৮২২
দূর্ভাষী : ০১৮২৩২৮২৫৭৬
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



