
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।
আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।
স্টেশনের অবস্থানঃছাগল নাইয়া থানার অন্তর্গত একটা স্টেশন।

(২) ফাজিলপুর ছেড়ে আমরা চট্টগ্রামের দিকে এগিয়ে যেতে থাকলাম..............

(৩) উল্টো দিকের ট্রেন, কিছুক্ষণ পর পর ট্রেন না আসলে যেনো আমাদের হাটার ছন্দ নষ্ট হয়ে যায়।

(৪) প্রতিযোগিতা, একটা ছুটছে ট্রেন লাইন দিয়ে, অন্যটা মাটির পথ ধরে।

(৫) বহে সমান্তরাল আর আমরা ও ছুটি অবিরাম.........

(৬/৭) সিম ফুল, সাদা ও রঙিন।


(৮) এগুলো কি ফল, জিবে জল আনা ছাড়া কেউ বলতে পারেন কি ?

(৯) রেল লাইন নির্মান কর্মী, বোটে করে ফেনী নদী পারি দিচ্ছে।

(১০/১১) ফেনী নদীর রেল ব্রীজ পারি দিচ্ছি আমি।


(১২) ঘুঘু পাখিটি ক্যামেরায় ভালোই পোজ দিলো, কি বলেন ?

(১৩) রুপ চর্চায় ব্যস্ত তিনটি সাদা বক।

(১৪) আরো একটি ট্রেন, আরো একবার অনুপ্রেরণা।

(১৫) রেল লাইনঘেষা একটি বাজার।

(১৬) দ্বিখন্ডিত রেল লাইন মানে খুব কাছেই পরবর্তি স্টেশন।

(১৭) মিষ্টি হাসি, ক্যামেরায় এর চাইতে ভালো পোজ আর কি হতে পারে বলুন ?

(১৮/১৯) হাটতে হাটতে পরবর্তি গন্তব্যে চলে এলাম এক সময়।

আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( ফাজিল পুর, স্টেশন নং- ৪৫)
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( চিনকি আস্তানা, স্টেশন নং- ৪৭)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




