বিডি ০৮ বাংলাদেশ সশশ্স্ত্র বাহিনির স্টান্ডার্ড সাব-মেশিন গান। এর মেশিনগান ও আছে। এটা মূলত চাইনিজ টাইপ ৮১ এর বাংলাদেশী সংস্করন । টাইপ ৮১ আবার রাশিয়ান একে ৪৭ এবং ৭৪ এর উন্নত সংস্করন।
টাইপ ৮১/বিডি ০৮ রাইফেল দেখতে অনেকটা একে ৪৭ তবে এর মধ্যে অনেক মডিফিকেশন করা হয়েছে।যেমন: এতে ফিক্সড গ্যাস অপারেটর এর বদলে ফ্লোটিং গ্যাস অপারেটর ব্যবহার করা হয়েছে যা ঝাকি কমাতে সাহায্য করে। এছাড়া এর কার্যকরী দুরত্ব প্রায় ৬৫০ মিটার । এর দ্বারা গ্রেনেড নিক্ষেপ করা যায়। সব মিলিয়ে এটি একে ৪৭ এর থেকে আরও কার্যকর।
বিবরণ :
বিডি ০৮ সাব মেশিন গান :
ভর : ৩.৫ কেজি
এমুনিশান : ৭.৬২ মি.মি.
কার্যকরী দুরত্ব : ৪০০ মিটার
ফায়ারিং রেট : ৫৫০ রাউন্ড/ মিনিট
ম্যাগাজিন: ৩০ রাউন্ড অথবা ৪৫ রাউন্ডের ড্রাম ম্যগাজিন
এছাড়া এতে AK / AKM সিরিজের যেকোন মডেলের ম্যগাজিন ব্যবহার করা যায়।
বিডি ০৮ মেশিন গান :
ভর : ৫.৫ কেজি
এমুনিশান : ৭.৬২ মি.মি.
কার্যকরী দুরত্ব : ৫০০ মিটার
ফায়ারিং রেট : ৭২০ রাউন্ড/ মিনিট
ম্যাগাজিন: ৭৫ রাউন্ড
বাংলাদেশ ২০০৮ সাল থেকে দেশে এই অস্ত্র উৎপাদন শুরু করেছে ।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১১ রাত ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



