'জামায়াত-শিবির পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাতক্ষীরা শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন সাতক্ষীরার যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্চার জনতা।'
খবর তা পড়ে আসলেই ভাল লাগল!!
রাজাকার রা ৪২ বছরে অনেক কিছু করল, দেশের পতাকা গাড়িতে লাগাইয়া মন্ত্রিও হইলঃ
বাহ বাহ অনেক মজা তাই না?
শেখ মুজিব ৭২ এ ৩৯ টারে জেলে ঢুকাইল আর জামাত এর রাজনীতিও বন্ধ করে,কিন্তু শালার ৭৬ এ আবার বাইর হইল!! কে তাগোরে বাইর করল তা নাই বা বললাম, জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম! অই সময়ের সংগ্রাম পড়লেই বুঝা যায় সব!!
জয় বাংলার জয় বঙ্গবন্ধুর
হয় রাজাকারের ফাঁসি দে, নইলে আবার যুদ্ধ দে!!
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



