শোনেন শোনেন ব্লগ বাসী শোনেন দিয়া মন ,
ডিজিটাল বায়োস্কোপ আজি করিব বর্নন।
মন আনেন মনিটরে রেখে যত কাজ,
এক করুন কাহিনী আমি শুনাইব আজ ।
ছবি দিছি লেখা দিছি পড়েন ভাল করে ,
এরম কাহিনী যেন না ঘটে আপ’ ঘরে ।
এক দেশে ছিল এক বিড়াল আর বিড়ালী
তাগো মধ্যে ভালবাসা হইল চালাচালি,

ভালবাসা জমে উঠে গাড় থেকে গাড়,
বিলি বলে বিলাও কে, ‘আমায় বিহা কর’

‘চাকরীটা হয়ে গেছে ফ্ল্যাট ভাড়া নিয়ে,
ভাল একটা দিন দেখে করব তোমায় বিয়ে।‘

বিয়ের দিন ধার্য হল মেহমানেরা এল,
মুখরোচক খাবার সবাই পেট পুরে খেল ।

বিয়ের সাজে তুলল ছবি নতুন দম্পতি ,
দেখ তোমরা তাগো আছে ভালবাসা অতি ।

ভালবাসা ভালবাসা সুখের সংসার,
স্বর্গ সুখ আছে তাদের নেই তুলনা যার।

সুখের ও সংসারে সুখ বাড়ে ধীরে ধীরে,
হাসপাতাল থেকে বিলি বাড়ি এল ফিরে ।

দুটোবাবু হল তার কিযে মায়াময় ,
তাদের দিকে বাবা-মা শুধু চেয়ে রয় ।

আহা শান্তি কি যে শান্তি মনের মাঝে পায়,
বাবু দুটোকে তারা-হাটা চলা যে শিখায় ।

‘দেখ হানি বাচ্চারা যে হয়ে যাচ্ছে বড়
পড়ালেখায় অনেক খরচ ,ভাল আয়-রোজকার কর। ‘

সারাদিন কাজ কাজ শুধুই টাকা টাকা ,
জানেনা তার জীবনটা যে হয়ে যাচ্ছে ফাঁকা

বিলি একা থেকে থেকে অস্থির হয়ে যায় ,
বাজে ছেলেদের সাথে সময় সে কাটায়।

শাসন করার কেউ নেই কলেজে না যায় ,
মদ-গাঁজা খেয়ে দুভাই বাথরুমে লুকায় ।

কষ্ট জীবন ,দুঃখ জীবন রেখে কি লাভ?
বড় ভাইটা বোম নিয়ে দিল তাই ঝাপ।

ভালবাসা নাই ছোট মাথায় করল গুলি ।
এক নিমিষে উড়ে গেল তার ছোট খুলি ।

টাকা নিয়ে বাপ যখন ব্যংকে তে যায় ,
দুই ছেলের মৃত্যু্র কথা সে শুনতে পায় ।

হায় হায় করলাম কি বুকে ধরে হাত!!
সাথে সাথেই বাবা তাদের করে হার্ট অ্যাটাক।

তিনজনের শোক না কাটাতে পেরে মায় ,
একেবারেই সে পুরো পাগল হয়ে যায় ।

কি বুঝলা বুঝলা কি বুঝলা সুধীজন,
স্বর্গ সুখে কি করে হল যে এমন?

বাপ-মায়ের ভালবাসা সন্তানেরা না পায়,
দিনে দিনে তাদের জীবন শূন্য হয়ে যায় ।

সময় থাকতে সন্তানদের আগলে ধর বুকে,
টাকা পয়সা কম থাকলেও, থাকবে স্বর্গ সুখে ।

আহা বেশ বেশ বেশ ...............
বায়োস্কোপ শেষ ।

বোনাস হিসেবে প্রীতমের আমাদের সংসার গানটা দিলামঃ
[বায়োস্কোপ একটি পরীক্ষামূলক সম্প্রচার,আপনাদের ভাল লাগলে আরও পর্ব দিব ]
***বিলি=বিড়ালী
***বিলাও= বিড়াল
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



