নোয়াখালীর মূল ভুখন্ড সংলগ্ন সর্বদক্ষিণের হাতিয়া উপজেলাধীন কেরিংচর। ঘূর্ণিঝড় আইলার প্রভানে এ চর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এ চরের ৮টি গ্রামে প্রায় ৫ হাজার পরিবারের বসবাস। এখানকার ৪০ভাগ বাড়ি জোয়ারের তোড়ে বিধ্বস্থ কিংবা ভেসে গেছে। মারা গেছে ১১ জন। নিখোঁজ রয়েছে এখনো অর্ধশতাধিক। যাদের বেশিরভাগই শিশু। নিখোঁজদের স্বজনদের আহাজারিতে গোটা চরের বাতাস ভারি হয়ে উঠেছে।
ঘূর্ণিঝড়ের তিনদিন পর বৃহস্পতিবার বিকালে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার খাদ্য, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপ, কেরিংচর ও নলেরচর দুর্গত এলাকা পরিদশন শেষে বয়াচরে দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। দুর্গতরা মন্ত্রিকে পেয়ে ত্রাণ না চেয়ে বেড়িবাঁধ কিংবা কিল্লা নির্মাণের আকুতি জানান। বিশাল এ অরক্ষিত জনপদে কোনো আশ্রয় কেন্দ্র, বেড়িবাঁধ কিংবা কিল্লা না থাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় এ মানুষগুলো মৃত্যুর সাথে লড়াই করে টিকে থাকতে পারে না।
এদিকে বিধ্বস্থ হওয়া ৫ হাজার পরিবার সম্পূর্ণ খোলা আকাশের নিচে রয়েছে। এছাড়া জোয়ারের পানিতে রাস্তাঘাট সয়লাব থাকায় এবং সবক’টি পুকুর ডুবে যাওয়ায় নলেরচর, কেরিংচরসহ আশপাশের চরাঞ্চলে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে ডায়রিয়ার দেখা দিয়েছে।
কেরিং চরের বাতান খালী বাজারের আলাউদ্দিন জানান, খাবার পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। গোটা চরে ২০ হাজার মানুষের জন্য মাত্র ৫০টি টিউবওয়েল রয়েছে। যা দিয়ে খাবার পানির সংকট মোকাবেলা সম্ভব নয়। কারণ লোনা পানিতে পুকুরগুলো ডুবে আছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, চাউল ৫০ মেট্রিক টন বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার চরাঞ্চলে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছানো হয়েছে। ঘর মেরামতে এনজিওগুলো সহায়তা দিবে।
মুজিব বাজার পৌঁছে দেখা যায়, দুই শতাধিক নারী পুরুষের জটলা। সবাই এসেছে ত্রাণের আশায়। কিন্তু তিনদিন পেরিয়ে গেলেও এই চরাঞ্চলে সরকারি সাহায্যের ছিটোফোঁটাও আসেনি। ক্ষুব্ধ বৃদ্ধা স্বরধনী দাস (৮৫) বলেন, আমরাতো ভোটার হয়েছি। জাতীয় পরিচয়পত্রেও নাম উঠেছে।
এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হাতিয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম খান ফোকাস বাংলাকে বলেন, দুর্যোগ থেকে চরের মানুষকে বাঁচাতে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করে সমাধানের উদ্যোগ নেয়া হবে।
সাইফুল্যাহ কামরুল,নোয়াখালী, ২৯ মে, ফোকাস বাংলা নিউজ
ক্যাপশন ছাড়া ছবি গুলো হাতিয়ার নিঝুম দ্বীপ থেকে তোলা হয় ।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৯ সকাল ৭:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





