আমি মুলত একজন শৌখিন ছবিতোলক। ছবি তুলি- কোন শিক্ষা ছারাই। হাতুড়ে ডাক্তারের মত। নিজে নিজে শেখা আর কি
সামু দেখি তিন বছরের বেশি সময় ধরে। আছি প্রায় এক বছর। এখনো ওয়াচে
পোষ্ট দেইনা-ওয়াচ ছাড়া আর কি ই বা হবো ?
তবে খুব ইচ্ছা করে- বিভিন্ন পোষ্টে মন্তব্য করতে। পারি না
অনেককেই দেখি- ৭ দিনের মধ্যে কি সুন্দর ভাবে প্রথম পাতায় লিখে ফেলে। শুন্য পোষ্ট, কিন্তু লিখতে পারে।নিশ্চয়ই ওনাদের যে যোগ্যতা,আমার তা নেই।
আজ নিজের ৫টি , আর আমার একমাত্র মেয়ে আদিবা'র ,(আমার ল্যাপিতে আকা ) ৪টি ছবি দিলাম। জানিনা কেমন লাগবে সবার
আমার একমাত্র মেয়ে আদিবা
আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর , বায়তুল আমান জামে মসজিদ, গুঠিয়া, বরিশাল। এই ফটুকটা জনপ্রিয় ব্লগার আবদুল্লাহ আল মনসুরের এক পোষ্টে মন্তব্যে - একজনে দিছিল। আমি নিরবে দেখেছি তা
ঐ মসজিদের আর একটা ছবি
হালের ফালতু পোষ্ট দিয়া , কিছুটা জনপ্রিয় এক ব্লগারের ছবি এটা। টুংগিপাড়া বংগবন্ধুর মাজারের পুকুরে গোছল করার সময় , গোপনে তুলেছি এটা
এবার আমার মেয়ে আদিবা'র আকা কিছু ছবি,চোখে যার অন্তহীন স্বপ্ন।
ভালোলাগ্লো আপনাদের ?
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১২ রাত ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





