গতকাল মহাসমরোহের সাথে !!! আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন।
সেই বাজেট নিয়ে শুরু হয়েছে নানা চিন্তা ভাবনা,কাটাছেড়া,গবেষণা কিন্তু তরুণ প্রজন্ম এর একটা অংশ বাজেটের ব্যাপারে ব্যাপক হতাশ ,তাদের হতাশার কারণ কি জানতে চেয়ে এককরুণ অবস্থার মুখামুখী? হতে হয়েছিল আমাকে ,কি ছিল সেই অবস্থা তাদের মুখেই শুনুন
সকালে ঘুম থেকে উঠেই খোমা বইয়ে এক বড় ভাইয়ের স্ট্যাটাস “ধুর আর বিয়াই করুম না ”
এই কারণ ঘাটতে গিয়ে জানলাম নতুন প্রস্তাবিত বাজেট এ সরকার বিয়ের রেজি এর উপর কর বাড়িয়েছে ……….
এতে অনেকের কাছেই পাই বিভিন্ন রকম প্রতিক্রিয়া প্রথমেই যাচ্ছি রাজনীতিবিদদের কাছে
** রাষ্ট্রপতি এর ফেবু স্ট্যাটাস – হে হে হে বুড়া বয়সে আর বিয়া করতে মঞ্ছায় না , এখন এসব করার বয়স আছে নাকি এখন হল ……………….
** প্রধানমন্ত্রী – বর্তমান বাজেট ইতিহাসে এক মাইল ফলক হয়ে থাকবে ,তরুণ প্রজন্মকে ফ্রী ফ্রী কিউবি ও বাংলালায়ন এর সংযোগ দেয়া হবে যাতে তারা ইয়াহু ,জি টক ,ফেসবুক এ আরো মেয়ে বন্ধু অ্যাড এবং দিনভর চ্যাট করতে পারে …..
জয় বাংলা ……….
** বিরোধীদলীয় নেত্রী – এই বাজেট এ আমার পার্লার এর খরচ এর উপর কোনো বরাদ্দ না থাকায় মাইনাচ (জিয়া আমার জিয়া এই বই নিয়ে বসে থাকার ইমো)
**এরশাদ চাচ্চু – এই সরকার এর নুন্যতম কমনসেন্স বলে কিছু আছে ,তরুণ রাই হল দেশের সম্পদ তাদের এই মহান কাজে বাধা দেবার জন্য সরকার এই পরিবর্তন এনেছে ,তীব্র ধিক্কার এই সরকার এর উপর এই বলে তিনি সরকার ও বিরোধী দলের বক্তব্য চেক করে কোনদিকে যাবেন সেটা নিয়ে দিধায় ভুগবেন
**আমিনী – ঝাঝাকাল্লা খায়ের ! এখন দলে দলে পোলাপাইন আফগানিস্তানের মুজাহিদ বাহিনীতে যোগ দিয়ে অশেষ নেকি হাসিল করবে …………
**ডিজুস জেনারেশন – ইয়ো ম্যান এখন হল লিভ টুগেদারের যুগ এখন এসব নিয়ে কেউ মাথা ঘামায় ………………..পিস অফ শিট ……………
**সুশীল সমাজ এর যুবক – যাক এখন আব্বা বুঝবো বিয়ার ঠেলা কারে কয়
এখন যদি বউ ঘরে আনে
**প্রেমিক-প্রেমিকা – ইশ এখন লুকিয়ে বিয়ে করা কত ঝামেলা আগে যে ক্যান ইন্সুরেন্স করে রাখলাম না ।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



