আমার দেশ" পত্রিকার একটি শিরোনাম "আলেমদের নির্যাতনের প্রতিবাদে কাবার ইমামদের মানববন্ধন" প্রতিবেদনটি ছবিসহকারে করা হয়েছে,যেখানে দেখানো হচ্ছে কয়েকজন ইমামসাহেব একটা ব্যানারের মতন কিছু একটা ধরে আছেন,যাতে আরবীতে কিছু একটা লেখা আছে এবং কাবা শরীফের ইমাম সাহেবের বরাত দিয়ে বলা হয়েছে যে সাঈদী,নিজামী ভাল মানুষ এবং তাদের যে বিচার করা হচ্ছে সেটা প্রহসনের বিচার।
সূত্রঃ Click This Link
এখন আরেকটা লিঙ্ক থেকে ঘুরে আসি। যেটা সৌদি আরবের আল ইত্তিহাদ নিউজ । সেখানেও একই ছবি আছে এবং সেটা আগের থেকেই। সেই ছবির বর্ণনায় আরবীতে যা লেখা আছে, গুগল ট্রান্সলেট করলে দাঁড়ায় ওটা আসলে কাবা শরীফের গিলাফ পরিবর্তন করার ছবি।
সূত্রঃhttp://www.fazza3.net/vb/showthread.php?p=10190319
Click This Link
এই হল "আমার দেশ" এর মিথ্যাচার এর নমূনা। এবং দৈনিক সংগ্রাম পত্রিকাও একই নিউজ ছাপিয়েছে কয় দিন আছে , তবে ছবিগুলা ঠিক জায়গা থেকে নিতে পারে নাই।ধরা খাইছে। ছাগুদের বুদ্ধির দৌড় খুবই কম!!! আফসুস ।
আর ফেইস বুকের বিভিন্ন পেজে ছাগু গুলা এই মিথাচার প্রচার করে বেড়াচ্ছে । এই ছাগল গুলাকে লাত্থি মেরে দেশ থেকে বেড় করে দেওয়া উচিৎ সাথে মাহমুদুর রহমান নামের ছাগলটাকেও
Click This Link
Published Date: Thursday, October 18, 2012
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



