ব্লগের বন্ধুদের সবার কাছে আমি কৃতজ্ঞ প্রকাশ করছি। আসলে অনেকে সহযোগিতা আর ভালবাসায় ফেসবুক নামাক ভুতটা মাথা থেকে সরাতে পেরেছি। পুরাপুরি এখনও সরেনি।যারা আমাকে বন্ধু ভাবেন প্লিজ তাদের কাছে একটা অনুরোধ।আমি ব্লগে নতুন অনেক কিছুই জানি না। না পারাতা অজ্ঞতা নয়, না জেনে জানার ভ্যান করাটাই অজ্ঞতা। আমি ব্লগে ফেমাস হতে চাই না সবাইকে বন্ধু হিসেবে কাছে পেতে চাই। আমি কম বেশি সবার লেখা গুলি পড়ার চেষ্টা করি। কিন্ত সময়ের স্বল্পতার কারণে অনেকের লেখা পড়েও মন্তব্য দিতে পারি না সে জন্য আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে কথা দিতে পারি আমাকে কেহ মন্তব্য করলে দেরিতে হলেও প্রতি মন্তব্য করবো। আমি অনেককে মন্তব্য করেছি কিন্ত মাত্র হাতে গনা কয়েক জনের প্রতি মন্তব্য পেয়েছি। আমি নতুন তাই সবার কাছে সহযোগিতা কামণা করাটাই স্বাভাবিক। আপনারা আমায় এগিয়ে নিয়ে যেতে কি কি করতে হবে তার জন্য পরামর্শ দিলে তার প্রতি কৃতজ্ঞ থাকবো। পোষ্ট কেটাগড়ি এখনো বুঝিনি। কি ভাবে কোন লেখা কোন কেটাগড়িতে দিতে হয় তাও জানি না। আমি কি সত্যি প্রথম পাতায় লেখা পোষ্টের অনুমতি পেয়েছি। সেটা কি ভাবে বুঝবো। দোয়া চাই সকলের যেনো যেতে পারি সব ব্লগার বন্ধুদের দ্বারে দ্বারে। বন্ধুরা আমি বিজয় ফন্ট দিয়ে লেখচ্ছি অনেক সময় অনেক অক্ষর আনা সম্ভাব হয়না। লেখায় ভুল হয়। ভাষাগত ভুল শিক্ষাগত যোগ্যতা কমের করাণে। বন্ধু হতে গেলে শুধু বন্ধুর মতো ব্যবহার ও বন্ধুসূলভ আচারনই যথেষ্ট। ভাল লেখা ভালো পোষ্ট কোন বিষয় না। আপনাদের পরামর্শ পেলে সুন্দর লেখা উপহার দেওয়ার চেষ্ট করবো বলে আশা রাখি। সবার সুসাস্থ্য দীর্ঘ আয়ু কামণা করছি। সবাই ভাল থাকেন।সর্ব শেষ কথা ব্লগে আমি ফেমাস হতে চাই না চাই সবার বন্ধুত্বের হাত।যে হাতের মাধ্যমে আমি আমার ব্লগ চলার পথে পাড়ি দিতে পারি অনেক দুর।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



