আমি মারা যাচ্ছি, আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি মারা যাচ্ছি আর সে তাকিয়ে আছে, নিশ্চুপ-নিথর দৃষ্টিতে। সে কেন আমার ইনহেলার এনে দিচ্ছে না? আমার ভালবাসায় তো কোন খাদ ছিল না, প্রথম যেদিন তোমাকে দেখলাম সেদিন ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন।
আমার মনে আছে, তোমার সাথে আমার দেখা হয়েছিল বসুন্ধরা সিটির ৪র্থ ফ্লোরে। তুমি দাড়িয়ে ছিলে তোমার বন্ধুবান্ধবীদের সাথে একটা পোষাকের দোকানের বাইরে। আমি শুধু তাকিয়েই ছিলাম। তোমার সাথে কথা বলার সাহস সেদিন আমার হয়নি। খুব খারাপ লাগছিল আমার চলে আসতে কিন্তু বসুন্ধরা সিটির রাত আটটা পর্যন্তই খোলা থাকে। তুমি তাহলে ঐ দোকানের এমপ্লয়ি, তাই না?
তারপর আমার চাকুরীর ফাকা ফাকে যখনই সময় বের করতে পেরেছি, তোমার সাথে দেখা করতে গেছি। বিশ্বাস কর, সেদিন থেকে আমি অন্য মেয়েদের দিকে কখনো তাকাইনাই।
আমি সব মনে করতে পারি, তুমি জানো? আমি মরে যাচ্ছি কিন্তু আমি তোমার সাথে কাটানো প্রতিটি মুহুর্ত মনে করতে পারছি। তুমি এই চার বছরের ভালবাসায় কখনোই আমার সাথে ডেটে যাও নাই, না গেলে তাতে আমার কোন আপত্তি ছিল না, আমি তোমাকে ভালবাসি এবং তা যেকোন মুল্যেই।
মনে আছে যেদিন আমি তোমার দোকানের মালিকের কাছে বললাম যে তুমি আর ওখানে কাজ করবে না, এখন থেকে তুমি আমার সাথে থাকবে, দোকানের মালিকের সেকি হাসি। তবে সে আমার-তোমার ভালবাসার গভীরতাটা বুঝতে পারলো। সে তোমাকে আমার সাথে যেতে দিল। সেদিন থেকে তুমি আমার সাথে আছো, তুমি-আমি একই ছাদের নিচে। তবু সেই তুমি আজ তাকিয়ে তাকিয়ে দেখছো আমি মরে যাচ্ছি। তবু আমি তোমার উপর রাগ করছি না। আমার কোন অভিযোগ নেই তোমার প্রতি। কারন ...
তুমি আমার শেষ প্রেম, আমার শেষ ভালবাসা।
আমার লেখা প্রথম ভালবাসার গল্প, আশা করি আপনাদের ভাল লাগবে।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



