তুমি একান্ত শূন্যতায় চলতে চলতে
পৃথিবীর শেষ প্রান্তে উপনীত হয়েছো
তারপর ধরো
পৃথিবীতে কেউ নেই তোমার
চারিদিকে শ্মশান গোরস্থান
যেসব প্রাণী বেঁচে ছিল বাঁচার তাগিদে
কাক শকুনে ছিবড়ে খাচ্ছে রক্ত পিন্ড।
দেয়ালে দেয়ালে রাজপথে মিছিলে
যারা বাঁচার জন্য বাঁচতে চেয়েছিল
তাদের কন্ঠ শুকনো পাতার শব্দ
হাড়গোড় ভাসছে বেনোজলে।
পথিক তুমি একা
কোথাও দাঁড়াবার ঠাঁই নাই
পৃথিবীতে কোন শব্দ নাই
এক মূঢ় বধির প্রান্তরে তুমি
চোখ বুজে কিছু দৃশ্য পড়
"ভূমিকম্পে অট্টালিকা ধ্বসে
আগ্নেয়গিরির লাভার নিচে
বুভুক্ষু আফ্রিকার কঙ্কাল সারিতে
কিংবা মহাপ্লাবণে জলের তলে
বুক পেতে জীবশ্রেষ্ঠ মানব বাঁচাতে
জীবন দিয়ে জীবন বাঁচাতে"
একমাত্র কাকে দেখি?
সে তোমার মমতাময়ী 'মা'
তোমার সার্বিক মঙ্গলার্থে যিনি
সর্বদা জায়নামাজে বসে আছেন।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১২ দুপুর ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




