স্বর্ণকমল!
তোমাকে নিয়ে প্রেম কাব্য রচনায় আমি অধীর
আমি উন্মুখ! তোমার উষ্ণ আলিঙ্গণ কামনায়
আর তুমি এখন মেতেছ যুদ্ধ খেলায়;
প্রতিবাদে ,বিপ্লবে; চিরন্তনী বাণী হয়ে রণাঙ্গনে
জানি মোহ কেটে যায়; ভালবাসা ফুরায় না
জীবনটা অনেক ছোট মাপা যায় না;
মোমবাতির মতন নিমিষেই উবে যায়;
কর্পূরের মতন উদ্বায়ী
অদৃশ্যেই সব শেষ
তোমার প্রেমে অবুঝ এ মন তোমার আশংকায়।
কি পাবে তুমি নাকি সব হারাবে?
তোমার চঞ্চলতা সরলতা
ভয় হয় কি ভাব কেমন ভাব?
তুমিই জান!
আমি তোমাকে রাঙিয়ে দিব প্রেমের রঙে
অদ্ভুত এক অনূভূতি দিব নির্বাক ভাললাগা দিব
শুধু তোমার চাওয়া গুলো নিব;
বিস্ময়ে তুমি আভিভূত হবে
সময়গুলো শঙ্খচিলের ডানায় ভর করে শূন্যে মিলাবে
তোমায় আমায় মিলে নতুন ভূবন হবে
সেখানে সুখ হবে শান্তি হবে;
নির্ভেজাল আনন্দে নতুন কিছু সৃষ্টির নেশায় তুমি আমি আমি তুমি
যেখানে বিস্তীর্ণ সবুজ ঘাস, ঘাস ফুল, ঘাস ফড়িঙের দল
অশত্থ বন ,কাশফুল, সাদা মেঘের ভেলা
সেখানে কালো ভ্রমর আমি তুমি পুষ্পমালা।
ঘাস ফড়িং ঘাসফুলে
ঘুঘু হিজলের বনে;
পৃথিবীর প্রেমগুলো
তোমার আমার মনে।
তোমার কাজল চোখ অতল গহীণ
স্বর্ণকমল আমি তোমাতে বিলীন;
শুধু তোমার প্রতীক্ষায়
দিনকে আমি রাত করি রাতকে করি দিন ।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



