
অভিশপ্ত মহানগরী
মানুষে মানুষে ঠাসা।
তার সঙ্গে পাল্লা দিয়ে
ট্রাফিক জ্যাম বেঁধেছে বাসা।
রাজপথ আর আবাসনে
নেই কোন পরিকল্পনা
মুষলধারে বৃষ্টি হলে _ চলাচলে,
কষ্টের নেই কোন সীমানা।
রাজপথগুলো যেন নদী!
জমবে পানি কোমড় অবধি;
যানবাহন যেন অফুরান
রাজপথে হয়না সংকুলান
থাকে না ঠাঁই তিল পরিমান।
গাড়ি চালকের স্বেচ্ছাচারিতা
অভারটেকিং এ বাড়াবাড়িতা
হর্ণের শব্দে যেন
যাবে ফেটে কানের পর্দা।
যান্ত্রিক নগরে আছে কী
কোন মানবিকতা।
মশার উপদ্রবে জীবন অসহায়
মেয়ররা সব নিদারুন ব্যর্থতায়।
তার উপর দানবের মতন
নেতা নেত্রীর গাড়ীর বহর।
ট্রাফিক জ্যামের বাড়াবে কলেবর
নগর জীবনের মান উন্নয়নে
ব্যর্থ যারা
তাদের চলনে নগর যাতায়াত
হয়ে ওঠে সর্বহারা ;
কোন কারণে দিনে দিনে
বাড়ছে মানুষ এইখানে।
কত মধু মাখা যে!
মানবতার চরম বিপর্যয়
মহানগর ঢাকাতে।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



