শুরু হল যাত্রা পূর্বাচল অভিমুখী
চলার পথে
মনে কি হয় কুমিল্লার লালমাই পাহাড়?
চলার পথে
চলার পথে হাতের ডানে বামে ইলেকট্রিক খাম্বা গাঁড়া এটাই পূর্বাচল। আর ২/৪ বছর গেলে এরকম আর পাবেন না।
কুড়িল ফ্লাইওভার হতে পূর্বাচল এলাকা (সরকারী প্রজেক্ট) পার হযে যেতে পথ পড়বে মোট ১৪ কিমি। এরই মাঝে চলে যাবে বালুনদী। আর এটা শীতলক্ষ্যার ওপর কাঞ্চন ব্রীজ। তবে এই ছেলের নাম কাঞ্চন নয়, এর নাম মেহরাব।
শীতলক্ষ্যা নদীর এই দৃশ্য আপনাকে নিয়ে যাবে সেই ছোটবেলার দিনগুলোতে। কিছুক্ষণের জন্য হলেও যান্ত্রিক জীবন থেকে আপনাকে মুক্ত মনে হবে।
শীতলক্ষ্যা নদীর ওপরের এই কাঞ্চন ব্রীজে আপনি দাঁড়িয়ে থাকলে বড় বড় গাড়ি চলার সময় স্প্রীংয়ের বেশ দুলুনী অনুভব করবেন।
নদীর আরেকটি ছবি
ব্রীজ পার হয়ে ভুলতা-গাউছিয়ার দিকে যেতে হলে আপনাকে এখানে টোল দিতে হবে।
ভুলতা-গাউছিয়া, বিভিন্ন প্রাইভেট ল্যান্ড প্রজেক্ট ও জিন্দাপার্ক থাকছে পরবর্তী পর্বে।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




