কী অপরাধ, আমাকে কেনো জেনারেল করা হল নীতিমালানুযায়ী জানালোও না মডুরা!!
সামুর নীতিমালামতে, কাউকে শাস্তি দিতে হলে জানানোর নিয়ম আছে, অথচ তা লংঘন করে আমাকে কখন কেনো কিভাবে নিরাপদ থেকে নামিয়ে জেনারেল করা হয়েছে--কিছুই বুঝলাম না?
এই সামুতে কতোরকম ব্লগার আছেন--কেউ গালবাজ, কেউ লুলবাজ আবার কেউ ধর্মবাজ, কেউবা ধর্মবিরোধী, চাপাবাজ! অথচ অপরাধী কাউকে ব্যান করার প্রবল দাবী থাকলেও মডুরা কানে শোনেন না বা আমলে নেন না। ফলে সামুর বিরুদ্ধে অনেক অভিযোগ এমনকি নবী সাঃ বিরোধী পোস্টের জন্য সামুকে ব্যান করার পক্ষেও অধিকাংশ ধর্মপ্রাণ ব্লগার।
কিন্তু আমি ব্যানের পক্ষে নই সামু যতোই অপরাধ করুক, আইনানুযায়ী সবার বিচার হতে পারে-এটাই আমার অভিমত!!
যাহোক, আসল কথায় আসি, আমি একজন সরকারী ক্যাডার কর্মকর্তা এবং তথ্য কমিশনের পিআরও হলেও সকল প্রকার আইনের প্রতি শ্রদ্ধাশীল লেখক। কখনোই আমি দেশ, ধর্ম, সংবিধান বা আইনের বিরুদ্ধে লিখিনা বা আমার বিরুদ্ধে এমন কোন অভিযোগও নেই।
১৮ তারিখে আমি সর্বশেষ পোস্ট দিয়েছি সামুতে কান্নারত নারী নামে। এরপর ব্যস্ত থাকায় সামুতে ঢকুতে পারিনি ২২ সেপ্টেম্বর প্যন্ত। কিন্তু গতকাল ঢুকেই দেখি আমি নিরাপদ থেকে বিনাকারনে এবং ঘোষনাবিহীনভাবে জেনারেল হয়ে গেছি!!
এটা কি সামুর সিস্টেমের ভুল নাকি সত্যই মডুদের সিদ্ধান্ত তা জানিনে। কিন্তু তা জানার অধিকার যেমন আমার আছে ও জানানোর দায়ি্বও মডুদের? এটা আমার জন্য অমর্যাদাকরও। তথ্য অধিকারের চর্চা করেও তথ্য অধিকার পেলাম না সামুতে এটাই দুঃখ।
তাই মডুদের কাছে দাবী, আমার এই বিষয়টি দেখুন এবং ধর্ম বা দেশবিরোধীদের পোস্ট শুধু সরানোই নয় তাদের সামু থেকে চিরতরে ব্যান করে জনমতের প্রতিও শ্রদ্ধা জানান।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



