ট্যাক্সি ড্রাইভার অ্যালান হেনিংসকে শিরচ্ছেদের পর গর্জে উঠেছে ব্রিটেনের মুসলিম সমাজ। আলান হেনিন্সকে ঠিক কোরবানির দিন শিরচ্ছেদের মাধ্যমে আইসিস এর জঙ্গিরা কাচকলা দেখাল মুসলিম কমুনিটির আহবানকে। অ্যালান সিরিয়াতে গিয়েছিল শরণার্থী শিবিরে ব্রিটেনের পাঠানো ত্রান সামগ্রী নিয়ে । তার সঙ্গী কাশিম জামিল তার সঙ্গে ছিল সিরিয়ার মুসলিম শরণার্থী শিবিরে। ওই কনভয়ের সব সহসাথী এই ভিডিও দেখে কেদেছে ব্রিটেনে বসে। জামিল অ্যালানকে একজন নিবেদিত ত্রানকর্মী উল্লেখ করে তার বেহেস্ত কামনা করেছেন। জামিলের ধারনা ছিল ওরা ত্রান কর্মীদের কিছু করবেনা , সেরকমটাই আশ্বাস জামিল দিয়েছিলেন অ্যালানএর পরিবারকে। জামিলের হৃদয় ভেঙ্গে টুকরা হয়ে গেছে বন্ধুর হত্যা দৃশ্যে ।জামিল কাদতে কাদতে বললেন সে একজন ভালো হৃদয়বান মানুষ ছিল , ছিল অন্তপ্রান, আল্লাহ তার একজন ফেরেস্তাকে তুলে নিলেন দুনিয়া থেকে।
হারুন খান ,ডেপুটি সেক্রেটারি জেনারেল, মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন , প্রায় ৫০০ মুসলিম সোসাইটির প্রতিনিধিত্ব করে বলেন গতকাল এমনই এক দিন ছিল যা মহিমান্বিত, ক্ষমা ও পরিত্রানের দিন ,আর ঠিক সেই দিনে ইসলামের ভুয়া নামধারী এইসব অসভ্য একজন ভালো মানুষকে হত্যা করল? কে চেনে তাদের? ওরা ইসলামের কেউ না। ওরা ধর্মকে হাইজ্যাক করেছে। আমরা আশা করেছিলাম অ্যালানকে মুক্তি দেবে ওরা কারন সে একজন নিবেদিতপ্রান ত্রান কর্মী । আমরা ম্যানচেস্টার বাসী সবাই ভীষণ ব্যাথিত।
দৃশ্যত ব্রিটিশ মুসলিমরা বেশ ভীত হয়ে আছে স্থানীয় ক্রিশ্চিয়ানদের আক্রমণের ভয়ে। ব্রিটেন থেকেও কিছু যোদ্ধা আইসিস এ যোগ দিয়েছে। অ্যালানএর দুই শিশু সন্তান শোকে স্তব্দ । ম্যানচেস্টারের মসজিদে অ্যালানএর জন্য নামাজ পর্যন্ত আদায় করেছে স্থানীয় মুসলিমরা। ক্যামেরুনের যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণার পর এই ব্রিটিশ নাগরিকের শিরচ্ছেদ ঘটলো ঠিক কুরবানির দিনে ।

ম্যানচেস্টারের মসজিদে অ্যালানএর জন্য নামাজ পর্যন্ত আদায় করেছে স্থানীয় মুসলিমরা।

সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





