(সনেট - মাইকেলীয় রীতি অনুসৃত)
হাজার বছর পরে, আমার এ ঘরে
থাকবে কি কেউ বসে এমনি বিকেলে?
কবি আর কবিতার বুনোপাখা মেলে
হাজার বছর পরে, অবাক প্রহরে?
সোনালী বিকেল পরে রবে অগোচরে,
হয়তো কিশোরী এক কোনো কাজ ফেলে
আমার এ কবিতার খাতা খুঁজে পেলে,
বুঝবে কি এ কবিতা লেখা তার তরে?
আজকের কিছু কি থাকবে তখনও?
দোয়েলের, কোকিলের এইসব গান;
ভাববে কি সেও বসে এভাবে কখনো -
জাগবে কি তার মনে গীতিময় তান?
থাকবেনা হয়তোবা এইসব বোধ
রবে শুধু বিকাল ও সোনাঝরা রোদ....
সনেট:
* ১৪টি লাইন আর প্রতি লাইনে ১৪টি অক্ষর
* অন্ত্যমিল রীতি "কখখক কখখক গঘগঘঙঙ"
* একটু মজা করতেই কবিতার নাম-টাও ১৪ অক্ষরে রাখা....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




