'কিরে গাড়ি চলে না ক্যান?'
'আমড়া নিবেন? মিষ্টি আমড়া !'
'শালা, তোরা লোকাল নাকি?'
'সিটিং না ভাই, চিটিং সার্ভিস !'
'ওই পানি নেন ! ঠান্ডা পানি !'
'গাড়ি ত মামা পুরাই খালি -
চাপেন চাপেন, পিছে চাপেন !'
'কিসের খালি? তুই পিছে যা !'
'পানি নিবেন? ঠান্ডা পানি?'
'এই যে ভাইয়েরা, কাশি'র বড়ি
একটা দু'টাকা, ডজন পনের !'
'বড় ভাই, এক লাইনে দাঁড়ান?'
'কিসের এক লাইন? জায়গা কোথায়?'
'শুধু দুই টাকা - পেপার পেপার !'
"কিরে, গাড়ি চলবে না আর?'
'বুঝেন না ভাই, খাইস্তা খারাপ
গাইল না খাইলে শান্তি লাগে না !'
নিথর বাতাস, সূর্যের তাপ
গাড়ি চলে, গাড়ি চলে না...
এই লেখাটা ( যদি কবিতা বলা যায়), আমি কি এটাকে আমার একান্ত নিজের বলে দাবি করতে পারি? এক বাসভর্তি সবাই মিলেই কি এর কবি না?
ছবিসূত্র : গুগল ডট কম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






