হলুদ
জাগার কথা ছিল 'সবার আগে, কুসুম বাগে'
ঘুম ভাঙে তার, সূর্য যখন পৌঁছে অস্তরাগে !
চা-বেনসন, বলপেন আর মুচকি হাসির রেখায়
দেশটা এখন দেখতে কেমন হলুদ হলুদ লাগে !
(উৎসর্গ: সমস্ত হলুদ সাংবাদিক'দের। খুব একটা তো উপকার করতে বলি না। অপকার'টুকু না করলেও তো আমরা ঢের ভাল থাকি !)
নীল
টবের জলের রং কী বল্ তো - নীল নাকি বাদামী?
জানি, 'টবের জলে'র ফুলটা আমার চেয়েও দামী;
ওসব না ছাই, সাদা-জলের-ভাতের-ফেনের কষ্টে
জানিস ভাইয়া, খুব-ব্যথা-নিয়ে ঘুমিয়ে পড়েছি আমি !
(সোনাবরু। মেয়েটা নাকি মাকে প্রশ্ন করত, "আমরা এত গরিব কেন?"... বাচ্চা একটা মেয়ে, কতটা বিপন্নবোধ থেকে প্রশ্ন করত, "আমরা এত গরিব কেন?"
আমরা এত গরিব কেন???)
লাল
আগুনের রং বুঝবে কি কেউ, যদি দেখে 'ছাই' কাল?
জমাট গাঢ় ধারাটা হয়তো দেখবে কাল সকাল...
আল্লাহ-ই হোক, ভগবান-ই হোক - যেই হোক রূপকার
একটাই রং, সেই গল্পের, একটাই রং- "লাল" !
(গল্পটা খানিক আগের। এই গল্প কাউকে জানাতে চাই না। যদিও জানি কাল নয় পরশু সবাই জানবে। তবু আমি জানাতে চাই না)
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১১ রাত ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




