এই ছেলে হাঁটেনি - স্নিগ্ধ অন্ধকারে
নির্জন খড়ের মাঠে পউষ সন্ধ্যায়,
জীবনানন্দে উন্মত্ত হয়ে।
এই ছেলে শোনেনি - শিশিরের শব্দের মত
সন্ধ্যার নেমে আসা
সবুজ করুণ এই দো-আঁশ ডাঙায়।
এই ছেলে দেখেনি - কিশোরী'র ডিঙা বাওয়া
শালুকের প্রেমে। আর নিষ্পাপ আরও কত সকরুণ অনুভূতি
সোনালী রৌদ্রে ঝরাপাতা হয়ে ভেসে যাওয়া পাখির মতন।
উঠানের মাঝে বসে কোনও শিশু আনমনে ছড়াতেছে ধান;
শালিখের সুরে ভেজা স্রোতস্বিনী'র গাওয়া মৃদু কলতান -
এই ছেলে জানেনি তো এসব কিছুই !
তবে আমি ওকে আর কত দোষ দিব,
যদি দেখি হাইওয়েতে ছুটে চলা পাজেরো'র জানালায় দু'চোখ মেলে
নগরী'র বাইরে, পথের দু'পাশ জুড়ে
....................................অবাধ অবাধ মাঠ অপলক দেখে ফেলে
তার মনে জাগে শুধু একটাই প্রশ্ন -
'এখানে আবাসন প্রকল্প হয়নি কেন এখনও?'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




