তোমার বয়স যখন কয়েক মাস, তোমার
বাবা হয়তো মাসের পর মাস
ঠিকমতো ঘুমোতে পারেননি তোমার যত্ন
নেয়ার জন্য, গভীর
রাতে তোমার ঘুম থেকে কেঁদে উঠার
জন্য. . . . তোমার বয়স যখন
১০, তোমার বাবা হয়তো নিজের পছন্দের
পারফিউমটা কিনতে পারেননি তোমার
স্কুলের খরচ যোগানোর জন্য,
তোমার
বই খাতা নতুন জামার কেনার জন্য. . . . তোমার
বয়স যখন ২০,
তোমার বাবা হয়তো
তার অনেক দিনের
জমানো টাকা ভেঙ্গে ফেলেছেন
তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করানোর জন্য. . .
তোমার বয়স যখন ২৪, তোমার
বাবা হয়তো অনেকের
কাছে তার
সন্মান হারিয়েছেন,
তোমাকে একটা চাকরি পাইয়ে দেয় জন্য,
অনেকের কাছে রিকোয়েস্ট
করে করে. . . . তোমার জীবনের সুখের জন্যে,
তোমার বাবা
হয়তো নিজের জন্য একটা ভালো কাপড়
কিনেন নি অনেকদিন ধরে. . . . তোমার
নিরাপদ ভবিষ্যৎ এর জন্য, তোমার
বাবা হয়তো নিজের
স্বাস্থ্যের দিকে যত্ন
নিতে পারেননি অনেকদিন ধরে. . . . হি ইজ
দা স্পেশাল ওয়ান, তোমার বাবা, যিনি
নিজের ব্যক্তিগত অনেক স্বার্থ ত্যাগ
করেছেন, তোমার উন্নতির
জন্য. . . . তোমার বাবাকে স্যালুট করো তার
ত্যাগের জন্য... তাকে ভালোবাসো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




