আমি বাংলার একজন নাগরিক এর দাবি নিয়া বলতে চাই যদি এই দেশ তাকে গাঞ্জা খুর দের হাত থেকে বাচাতে চান যদি আপনার প্রজন্ম কে সুস্থ রক্তে চান তবে রাজাকার দের বিচার এর নাম যে অশ্লীল কাজ গুলা হচ্ছে তা এখুনি বন্ধ করুন অনেক দিছেন রাজাকার ফাসি এবার বন্ধ করুন আন্তর্জাতিক ট্রাইবুনাল এর বিচার আর আপনার আন্তর্জাতিক আইন এর কোনো তোয়াক্কা না করে কোনো দিকে কর্ণ পাত না করে এক ধরনে আন্দোলন এর নাম করে নাচ গান আরো কত কি করছে .......তা আমি উচ্ছারণ করতে চাই না ইটা কোনো আন্দোলন না আন্দোলন এর নাম প্রহসন করা
আমি বাঙালি জি হা আমি বাঙালি
আমি স্বধীন দেশের স্বাধীন নাগরিক যদি আজ্জ ৭১ হত তবে আজ যারা শাহবাগ আন্দোলন করে তারাই রাজকার হত কারণ ............
কারণ ৩০ লক্ষ শহীদ এর প্রাণ দিয়া এই দেশ স্বধীন এই স্বধীন দেশের সোনার প্রজন্ম কি করছে এই শাবাগ বসে এই ভিডিও গুলা দেখলে সব শুণ্য তে মাইল যায়
সব গুলা কি ভাবে যা মন ছিল তাই বললাম যা মনে হলো তাই বলে দিলাম নিজেকে আজ ফুটাই তুলতে হবে মিডিয়া সামনে আর সামনে থাকা রমনীদের কাছে কি হছে এই সব ব্লগ এর নাম এক ধর নের নাস্তিকতা
আমরা স্বধীন নাগরিক তাই বলে কি চোখ এর লজ্জা আমার নাই................
আন্দোলন মানে নাচ গান না আন্দোলন মানে প্রেমিকার হাথ ধরে চিত্কার দিয়া রজাকার এর ফাসি চাই বলে উঠা না ? অথবা একটু আলসেমিতে প্রেমিকার কলে ঢেলে থাকা না ইটা কোনো আন্দোলন নয় বেহাইয়া পনা
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




