
আবদুল লতিফ সিদ্দিকী কোলকাতা থেকে বাংলাদেশের দৈনিক সমকালকে টেলিফোনে জানিয়েছেন, তিনি তার বক্তব্যে অটল রয়েছেন। এ জন্য তিনি ধর্মদ্রোহী হতেও প্রস্তুত। তিনি বলেছেন, “আমার রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নেই। তবে সক্রেটিস হওয়ার সুযোগ আছে।”
হজ ও তাবলিগ জামায়াত নিয়ে বক্তব্য প্রত্যাহার করবেন কি-না এ প্রশ্নের জবাবে লতিফ সিদ্দিকী স্পষ্ট করে জানিয়েছেন, “আমি আমার বিশ্বাসে অটল রয়েছি। আগামীতে আরো শক্ত কথা বলব। এ জন্য যে শাস্তিই দেয়া হোক না কেন, আমি তা মাথা পেতে নেব। আমি ধর্মদ্রোহী হবো।”লতিফ সিদ্দিকী আরো জানান, “এখন আমার দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে। এ কারণে গ্রেফতার করা হতে পারে। যৌবনে বহু বছর জেলে ছিলাম। কোনো সমস্যা হয়নি। এখন আমার বয়স ৭৬। সে তুলনায় এখন তো কারাবাসে আমার কোনো সমস্যাই হওয়ার কথা নয়।”
আমি ব্যক্তিগত আলাপচারিতায় ব্যক্তিগত মতামত দিয়ে অন্যায় কিংবা অপরাধ করিনি। এ জন্য আমার কোনো দুঃখ কিংবা অনুতাপ নেই। লতিফ সিদ্দিকী বলেন, আমি ইহজগতে অসাম্প্রদায়িক মানুষ। আমার নেতা ও দল আমার বিরুদ্ধে যেকোনো সিদ্ধান্ত নিতেই পারেন।
ভাবতেই ঘৃণা করে এই সব লোক কিভাবে আমাদের দেশের মন্ত্রী সভায় স্থান পেয়েছিল!!!!!!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





