
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন এখন পর্যন্ত
মিডিয়া সহ সাবেক যুদ্ধপন্থী নেতাদের সমর্থনে এগিয়ে আছেন। এমনকি সাবেক
রিপাবলিকান যুদ্ধবাজ প্রেসিডেন্ট বুশ ও তার পিতা জেড বুশ পর্যন্ত বিপক্ষ দল
হওয়া সত্ত্বেও হিলারিকে সমর্থন করছেন কারন একমাত্র হিলারিই হতে পারবে
তাদের মতন যুদ্ধবাজ প্রেসিডেন্ট।
বর্তমানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আইএস বিরোধী লড়াই আর এই
ক্ষেত্রে হিলারির পররাষ্ট্রনীতি আইএস দমনে নয় বরং আইএসের অপর ভর
করে মুসলিমদেশগুলোকে ধ্বংস করা, লুটতরাজ চালানো, মুসলিম
জনগণকে হত্যা করা, লিবিয়ার মতন অকার্যকর দেশে পরিণত করা।
এক্ষেত্রে অপর প্রার্থী ট্রাম্পে গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া
এক সাক্ষাৎকারে হিলারির পররাষ্ট্রনীতি নিয়ে মত দেন যে সিরিয়া নিয়ে
ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের নীতি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধিয়ে
দিতে পারে।। ট্রাম্প বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে
ক্ষমতা থেকে নামানোর চেষ্টার বদলে যুক্তরাষ্ট্রের উচিত কথিত ইসলামিক
স্টেটকে (আইএস) পরাজিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া। আইএসকে
দমন করাই গুরুত্বপূর্ণ কাজ।
সিরিয়ায় একটি ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন হিলারি। এতে রুশ
বিমানের সঙ্গে সংঘর্ষ বাধতে পারে বলে অনেকের মত। সিরিয়া বিষয়ে হিলারির
পরিকল্পনার সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, সিরিয়া প্রশ্নে হিলারির কথা
শুনলে শেষ অবধি তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িতে যেতে হবে। সেখানে শুধু সিরিয়ার সঙ্গে
লড়াই হচ্ছে না। সিরিয়া, রাশিয়া ও ইরানের সঙ্গে লড়াই হচ্ছে। এ প্রসঙ্গে ট্রাম্প
উল্লেখ করেন, রাশিয়া পারমাণবিক শক্তিধর দেশ।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




