Air/ Wind
বায়ু বা বাতাস বা মুক্ত বাতাস অর্থে air বসে। আকাশপথ বুঝাতেও air বসে।
- I like walking in the open air.
- We traveled by air.
আবার air হচ্ছে তাই যা আমরা নিঃশ্বাস নেয়ার সময় নিয়ে থাকি।
- The air in Dhaka city is seriously polluted.
উপরের তিনটা বাক্যের কোথাও wind বসালে ভুল হবে।
Wind দিয়ে বাতাসের গতিশীলতা নির্দেশ করে।
- Strong wind blows away dry leaves.
Airs শব্দটি শুনেছেন কখনও?
- He gives the airs of a rich man.
(এই জিনিস কেন লেখা শুরু করলাম, কতদিন চলবে- কিচ্ছু জানিনা। ইচ্ছা হল তাই শুরু করলাম, মনে হল নিজে যা জানি বা জানছি সেটা মানুষকে জানালে খুব একটা ক্ষতি নেই। এই জিনিস লেখার মানে আর ইংরেজি সাহিত্যে পড়াশুনা করেছি বলে এই না যে আমি সবজান্তা শমসের বা আমি ইংরেজি জেনে উল্টায় ফেলসি। নিজের কাছে ইংরেজি গ্রামার বইয়ের ভাল রকমের কালেকশন আছে, সেগুলো থেকে পড়েই এগুলো শিখা। "জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই" আমার জানাতে অবশ্যই ভুল থাকতে পারে কারণ মানুষ মাত্রই ভুল- man is mortal থুক্কু to err is human. ভুল ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। যেহেতু শুরুতে ইংরেজি শিক্ষার আসর- ১ লিখেছি, তারমানে এই জিনিস কোন বড় ধরনের ঝামেলা না হলে চলতে থাকবে। ততক্ষণে মুক্ত air এ শ্বাস প্রশ্বাস নিতে থাকুন )
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




